Sylhet View 24 PRINT

রাজনগরে ১৬ বছর পর সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-০১ ২০:০৭:৩০

রাজনগর প্রতিনিধি :: ২০০২ সালে সিলেট আদালতের রায়ের পর পলাতক এক আব্দুল আহাদ নামে এক আসামীকে গ্রেফতার করেছে রাজনগর থানার পুলিশ। সিলেটের গোলাপগঞ্জ থানায় ১৯৯৬ সালে করা চুরির মামলায় (১৮৫/৯৬) তার ৬ মাসের সাজা হয়। এরপর থেকে সে পলাতক ছিল।

রাজনগর উপজেলার চেলারচক গ্রামের ফিরোজ মিয়ার ছেলে আব্দুল আহাদ দুলাল (৪৮) মামলার রায়ের পর সিলেটের মোগলাবাজার থানা এলাকার সোনাপুর গ্রামে স্থায়ী হয়ে বাস করছিল। মামলার রায়ের পর ২০০২ সালে রাজনগর থানায় একটি গ্রেফতারি পরওয়ানা আসে। ওই পরওয়ানার ভিত্তিতে   দীর্ঘদিন পর গোপন সূত্রে খবর পেয়ে রাজনগর থানার এসআই আবু মোকসেদ পিপিএমের নেতৃত্বে একদল পুলিশ তাকে সোমবার দপুরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের কটালপুর বাজার থেকে গ্রেফতার করে। সোমবার বিকেলের মধ্যেই তাকে মৌলভীবাজার জেল হাজতে পাঠানো হবে।

রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আবু মোকসেদ পিপিএম বলেন, দীর্ঘদিন থেকে সে পলাতক ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ২০০২ সালের পরওয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করি। আজই (সোমবার) তাকে জেল হাজতে পাঠানো হবে।

সিলেটভিউ২৪ডটকম/০১ অক্টোবর ২০১৮/এআরএস/ডিজেএস


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.