Sylhet View 24 PRINT

সিলেটভিউয়ে সংবাদ: বড়লেখায় স্কুলের স্লিপ বরাদ্দ আত্মসাতের সত্যতা মিলেছে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-০২ ২১:০৭:৪৮

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখার উপজেলার উত্তর বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্লিপের বরাদ্দ উত্তোলনে জালিয়াতি ও আত্মসাতের সত্যতা পেয়েছেন অভিযোগের তদন্ত কর্মকর্তা।

এনিয়ে চলতি বছরের ৭ সেপ্টেম্বর সিলেটভিউ টোয়েন্টিফোরসহ বিভিন্ন গণমাধ্যমে স্লিপের টাকা আত্মসাতের বিষয়ে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের। অধিদফতরের মহাপরিচালকের নির্দেশে গত বৃহস্পতিবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিয়া সরেজমিনে অভিযোগের তদন্ত করেছেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর বর্ণি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রুবিয়া বেগম চলমান স্কুল কমিটিকে অন্ধকারে রেখে দেড় বছর আগের মেয়াদ শেষ হওয়া কমিটির সভাপতি রহিম উদ্দিন বুদুর ও ছয় মাস আগে বদলি হয়ে যাওয়া প্রধান শিক্ষক আব্দুল করিমের (আব্দুল করিমের স্ত্রী হচ্ছেন রুবিয়া বেগম) নামে থাকা স্কুলের ব্যাংক হিসাবের চেকে তাদের স্বাক্ষর নিয়ে সোনালী ব্যাংক বড়লেখা শাখা থেকে গত ৩০ জুলাই স্লিপ রবাদ্দের ৪০ হাজার টাকা উত্তোলনের পর তা আত্মসাত করেন। এ নিয়ে বর্তমান কমিটি শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেন।

এ ব্যাপারে বড়লেখা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিয়া শুক্রবার বলেন, ‘অভিযুক্ত শিক্ষকদ্বয় ছাড়াও আমি স্কুলের ম্যানেজিং কমিটির বর্তমান ও সাবেক সভাপতিসহ সংশ্লিষ্টদের লিখিত বক্তব্য নিয়েছি। স্লিপের টাকা উত্তোলনে অনিয়ম-জালিয়াতি ও আত্মসাতের সত্যতা পেয়েছি। শিগগির তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করবো।’

সিলেটভিউ/২ নভেম্বর ২০১৮/এজেএল/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.