আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

কুলাউড়ায় স্টুডেন্ট কেয়ার মেধা প্রকল্প প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-৩০ ১৯:২৫:০৮

কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল মানব সেবায় রক্ত দান সংস্থার উদ্যোগে দ্বিতীয় বারের মতো স্টুডেন্ট কেয়ার মেধা প্রকল্প প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

৩০ নভেম্বর শুক্রবার বরমচাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার বরমচাল, ভাটেরা, ব্রাহ্মণবাজার, ভূকশিমইল ইউনিয়নের মোট ৩২টি সরকারি ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট ১৪৯ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।

এতে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন মালিকা তৌহিদা জান্নাত। হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক আব্দুল মুন্তাকিম। পরীক্ষা চলাকালীন সময়ে হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন মো. আবুল কাশেম, ঝুমন কুমার দেব, কিশোর কুমার দেব, মো. আমিনুর রহমান সোহান, মো. কামরুল ইসলাম, মোছা. ফাতেমা তুজ জোহরা, করিম নাবিলা, মাহমুদা রহমান জান্নাত প্রমুখ। বরমচাল মানব সেবায় রক্ত দান সংস্থার সভাপতি মন্টু বর্ধনের সার্বিক তত্ত্বাবধানে উক্ত পরীক্ষা অনুষ্টিত হয়।

পরীক্ষা চালাকালীন এলাকার বিশিষ্ট পর্যায়ের ব্যক্তিবর্গ হল পরিদর্শণ করেন। তন্মধ্যে অন্যতম বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, বর্তমান ইউপি সদস্য আশরাফুল ইসলাম রাজিব, সাবেক ইউপি সদস্য আব্দুল মোক্তাদির মুক্তার, বরমচাল স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য তাজুল ইসলাম সাইকুল, বরমচাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশফাক আহমদ, একই প্রতিষ্ঠানের সভাপতি মো. আবুল হোসেন খান বাবলু, বরমচাল সেব্চ্ছাসেবক সংস্থার সাধারণ সম্পাদক মো. ফখরুল আমীন, বরমচাল ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি ফ্রান্স প্রবাসী মো. জিলু খান   প্রমুখ।

এছাড়াও বরমচাল মানব সেবায় রক্তদান সংস্থার উপদেষ্ঠা খুরশেদ আলম খান সুইট, খায়রুল আমীন চৌধুরী টিপু, তোফায়েল আহমদ খান জমসেদ, আব্দুস শুকুর, আবুল হোসেন খসরু প্রমুখ উপস্থিত ছিলেন। শিক্ষক মণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন মো. তারা আহমদ, বিকাশ চন্দ্র, সুদীপ দেবনাথ, মুন্না আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/৩০ নভেম্বর ২০১৮/এসএ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন