Sylhet View 24 PRINT

প্রবাসি রিয়াজের নেই আয়, গিয়াসের কিছুই নেই

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১১ ২২:১৯:২১

এ.জে লাভলু, বড়লেখা :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জাতীয় পার্টি (এরশাদ) নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মনোনীত প্রার্থী আহমদ রিয়াজ। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য। রিয়াজ এ আসনে দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টি (এরশাদ) থেকে লাঙল প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহাব উদ্দিনের কাছে পরাজিত হন।

অন্যদিকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন। তিনি ইসলামী আন্দোলন জুড়ী উপজেলা শাখার সভাপতি। নির্বাচনে তিনি এবারই প্রথম অংশ নিচ্ছেন। গত ২৮ অক্টোবর আহমদ রিয়াজ ও গিয়াস উদ্দিন রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। যাছাই-বাছাই শেষে রির্টানিং কর্মকর্তা তাদের দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এবারের নির্বাচনের হলফনামায় আহমদ রিয়াজের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি। রিয়াজ পেশা হিসেবে প্রবাসি উল্লেখ করলেও তাঁর আয়ের কোনো উৎস নেই। অতীতে তাঁর নামে দুটি মামলা থাকলেও তা খারিজ হয়েছে। তাঁর কাছে আছে নগদ ২ লাখ টাকা।  স্ত্রীর নামে ৪ লাখ টাকা মূল্যে ১০ ভরি স্বর্ণলঙ্কার রয়েছে। তাঁর নামে দুটি টিভি, দুটি ফ্রিজ এবং ৬টি মুঠোফোন আছে, এগুলোর আনুমানিক মূল্য ২ লাখ টাকা। নিজের নামে ও স্ত্রীর নামে ৪৫ লাখ টাকা মূল্যের বাড়ি-অ্যাপার্টমেন্ট আছে। তাঁর কোনো আসবাবপত্র নেই। তাঁর কোনো জমি নেই। নেই দায়-দেনাও।

অন্যদিকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা গিয়াস উদ্দিনের হলফনামায় দেওয়া তথ্য বলছে, তাঁর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি। তিনি পেশা হিসেবে প্রশিক্ষণ কম্পোজ, ছাপাখানা ব্যবসার কথা উল্লেখ করেছেন। তাঁর কোনো বাড়ি নেই। আসবাবপত্র নেই, জমি নেই। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। দায়-দেনাও নেই। তাঁর স্ত্রীরও কোনো কিছুই নেই।
 
সিলেটভিউ/১১ ডিসেম্বর ২০১৮/এজেএল/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.