আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

কুলাউড়ায় নৌকার প্রথম সমা‌বে‌শে সুলতান মনসুর‌কে তিরষ্কার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৪ ০০:৩৩:৫৪

শা‌কির আহমদ, কুলাউড়া :: মৌলভীবাজার-২ (কুলাউড়া) আস‌নে নৌকা মার্কার প্রার্থী বিকল্পধারার প্রে‌সি‌ডিয়াম সদস্য সা‌বেক সাংসদ এম এম শাহী‌নের প্রচারণায় প্রথম সমা‌বেশ ক‌রে‌ছে আওয়ামীলী‌গের নেতৃত্বাধীন মহা‌জোট।

এসময় নৌকার বিজয় ছি‌নি‌য়ে আন‌তে তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা। পাশাপশি জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা, সা‌বেক সাংসদ, সা‌বেক ডাকসু ভি‌পি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ‌কে ‌তিরষ্কার ক‌রে বক্তব্য দেন তাঁরা।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় কুলাউড়া ডাকবাংলা মাঠে অনুষ্ঠিত এ সভায় অংশ নেন আওয়ামীলীগ, জাসদসহ মহাজোটের শরীক দল ও তাদের অঙ্গসহযোগী সংগঠনের হাজার নেতা-কর্মী।

কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান সাংসদ আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব আজিজুর রহমান বলেন- ’নৌকা শুধু দলের প্রতীক নয়, নৌকা মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। এই দেশকে বেঈমানদের হাত থেকে বাঁচাতে হলে শেখ হাসিনার ম‌নোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে।’ সুলতান মনসুরকে ইঙ্গিত করে সাবেক এ হুইপ বলেন-‘কুলাউড়ায় প্রতারকদের কোন স্থান নেই। শাহীনকে আপনাদের কাছে সমজিয়ে দিলাম। ৩০ তারিখ বিজয়ী করে দিয়েন।’

মহাজোটের প্রার্থী ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান, সাবেক সাংসদ এমএম শাহীন বলেন, ‘সুলতান মনসুর নুন খেয়ে নিমহারামী করেছেন বঙ্গবন্ধু কন্যার সাথে। ১/১১ প্রেক্ষাপ‌টে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন।’ সুলতান মনসুরের পোস্টারের সমালোচনা করে শাহীন বলেন-‘সুলতান মনসুর প্রতারণা করে মানুষকে ঠকাচ্ছেন, এক ভোটে দুই এমপি ব‌লে ভোট নি‌য়ে এরপ‌রের ১০বছরে কুলাউড়ার আসেননি।’

মৌলভীবাজার-২ আসনের আওয়ামীলী‌গের মনোনয়ন প্রত্যাশীদের কৃতজ্ঞতা জানিয়ে সাবেক এ সাংসদ বলেন, ‘উন্নয়নের মহাসড়কে অংশ নিতে হলে কুলাউড়ায় নৌকাকে বিজয়ী করার কোন বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃ‌ত্বে উন্নয়নের কারণে বিশ্বে আজ বাংলাদেশ সুনাম অর্জন করেছে।’

অনুষ্ঠা‌নে বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান ফজলু, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ, মহিলা ভাইস চেয়ারম্যান নারীনেত্রী নেহার বেগম, সি‌লেট বিএমএ সভাপ‌তি ও স্বা‌চি‌পের আহ্বায়ক অধ্যাপক ডা. রুকন উ‌দ্দিন আহমদ, লন্ডন আ'লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাংবা‌দিক কামাল হাসান, কুলাউড়া উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির তোফায়েল, আ’লীগ নেতা গৌরা দে, জাসদ (আম্বিয়া) সভাপতি মইনুল ইসলাম শামীম, আওয়ামীলীগ নেতা সিপার উদ্দিন আহমদ, জাসদ (ইনু) নেতা আশিকুর রহমান ফটিক, আ’লীগ নেতা অরবিন্দু ঘোষ বিন্দু, কেন্দ্রিয় কৃষক লীগ নেতা শফিউল আলম শফি প্রমূখ।

অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু বলেন, ‘সুলতান মনসুর জামায়াতে চলে গেছেন।’

মৌলভীবাজার জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুল রহমান, ‘সুলতান মনসুরকে প্রধানমন্ত্রী লালন-পালন করেছেন। ডাকসুর ভিপি, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি বানিয়েছিলেন, এর পরিনামে সুলতান মনসুর প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা করেছিলেন।’

কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল বলেন, ‘২১ আগস্ট খুনিদের সাথে তি‌নি হাত মিলিয়েছেন। শেখ হাসিনার নৌকা ভাঙতে চান সুলতান মনসুর। মুজিব কোট পরে মানুষকে বিভ্রান্ত করছেন।’

সিলেটভিউ২৪ডটকম/১৪ ডিসেম্বর ২০১৮/এসএ/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন