আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় দুই দিনব্যাপী মাছের মেলা শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৪ ০১:৪৪:১৭

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় পৌষ-সংক্রান্তি উপলক্ষে দুই দিনব্যাপী মাছের মেলা শুরু হয়েছে। এই মেলা চলবে সোমবার (১৪ জানুয়ারি) রাত পর্যন্ত। হাকালুকি মৎস্য পরিচালনা কমিটি এ মেলার আয়োজন করেছে। রোববার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার হাকালুকি হাওরপাড়ের কানোনগোবাজার হাসপাতাল মাঠে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশার (ভূমি) শরীফ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল্লাহ খান, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ। মেলার উদ্বোধন শেষে তারা মাছের দোকানগুলো ঘুরে দেখেন।

সরেজমিনে দেখা গেছে, মেলায় ছোটবড় বিভিন্ন প্রজাতির মাছ উঠেছে। বিক্রেতারা বিভিন্ন জায়গা থেকে মাছ নিয়ে মেলায় এসেছেন। মাছের মেলা দেখতে অনেক দূর-দূরান্ত থেকে মানুষজন ভীড় করছেন। কেউ মাছ কিনছেন। কেউ আবার ঘুরে ঘুরে দেখছেন।

আলাপকালে কয়েকজন ক্রেতা জানান, মেলায় অনেক বড় বড় মাছ উঠেছে। প্রতিবার তারা এখানে মাছ কিনতে আসেন। এবারও কিনতে এসেছেন। তবে দাম একটু বেশি বলে জানান তারা।

বিক্রেতারা জানান, প্রথমদিন বিকিকিন ভালো হচ্ছে। শেষদিনও বিকিকিনি জমবে বলেও তারা আশা প্রকাশ করেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস জানান, মাছের মেলা দেখতে অনেক দূর-দূরান্ত থেকে মানুষজন আসছেন। আগামীকাল রাত পর্যন্ত এ মেলা চলবে। শেষদিন মেলা জমে ওঠে।

সিলেটভিউ২৪ডটকম/১৪ জানুয়ারি ২০১৯/এজেএল/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন