Sylhet View 24 PRINT

অল্প সময়ের মধ্যে ন্যায় বিচার করা হবে: মৌলভীবাজারে আইন মন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২০ ০১:০৩:৩৬

মৌলভীবাজার প্রতিনিধি :: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য বিচার কাজ শুরুর পর অল্প সময়ের মধ্যে ন্যায় বিচার প্রদান করা। এ লক্ষ্য বাস্তবায়নে অবকাঠামো নির্মাণ, বিচারক নিয়োগ, আদালত সংখ্যা বৃদ্ধি, বিচারকদের দেশে ও বিদেশে প্রশিক্ষণসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। দুই হাজার দুইশো কোটি টাকা ব্যয়ে ই-জুডিসিয়ারি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।

মঙ্গলবার রাতে মৌলভীবাজারে জেলা আইনজীবী সমিতি আয়োজিত বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। বিচারক ও আইনজীবীদের মধ্যে সু-সম্পর্ক থাকলে এটি কেউ ব্যাহত করতে পারবে না।

মন্ত্রী আরোও বলেন, চলতি অর্থ বছর থেকেই অধস্তন আদালতে কর্মরত সরকারি আইন কর্মকর্তাদের (পিপি,জিপি) জন্য নতুন বেতন কাঠামো করা হবে। এক্ষেত্রে সর্বনিম্ন বেতন হবে ৩৫ হাজার এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা।

অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রমাকান্ত দাশ গুপ্ত’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, আইন সচিব আবু সালেহ শেখ মো জহিরুল হক, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা ও দায়রা জজ শেখ আবু তাহের প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২০ ফেব্রুয়ারি ২০১৯/ওফানা/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.