Sylhet View 24 PRINT

শমশেরনগরে নানা আয়োজনে বইমেলা সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২১ ২১:৪৭:৪৭

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে নানা আয়োজনে পঞ্চম বইমেলা সম্পন্ন হয়েছে। বইমেলাটি বিশিষ্ট লোক গবেষক প্রয়াত মাহফুজুর রহমান এর নামে উৎসর্গ করা হয়েছে। “এসো বই পড়ি, আলোকিত হন” এ শ্লোগানে ঋদ্ধ হয়ে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার (২১ফেব্রæয়ারি) শমশেরনগর সাহিত্যাঙ্গন স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করে। সকাল নয়টায় থেকে শুরু হয়ে এ মেলা সন্ধ্যা পর্যন্ত চলে।

শমশেরনগর সাহিত্যাঙ্গন এর সমন্বয়কারী কবি প্রভাষক শাহাজান মানিকের পরিচালনায় নয়ন লাল দেব এর প্রকাশিত “রৌদ্রে খেলে ভালোবাসা” বইয়ের মোড়ক উন্মোচন করেন লেখক-গবেষক অধ্যক্ষ রসময় মোহান্ত ও কবিতাপত্র ‘নোঙর’ বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন।

এ সময় উপস্থিত ডয়লেন, শমশেরনগর বই মেলা বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক মো: শওকত আলী জুয়েল, কবি শহীদ সাগ্নিক, রূপক মোহিন, ইউসুফ আলী, চা মজদুর সম্পাদক সীতারাম বীন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, শাব্বীর এলাহী, আলমগীর শাওন, ম. মুমিনুর রহমান, প্রদীপ রায় হৃদয়, সাকিব নুরুল প্রমুখ। পরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, মৌলভীবাজার জেলা সংসদের কিশোর-কিশোরীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলার পরিসমাপ্তি ঘটে। বইমেলায় ৮টি স্টল অংশগ্রহণ করে। বইমেলায় ছড়া, কবিতা, আবৃত্তি ও গানের মাধ্যমে অমর একুশে বন্দনার পাশাপাশি প্রতীকী ভাষা প্রতিযোগের আয়োজন করা হয়।

সিলেটভিউ/২১ ফেব্রুয়ারি ২০১৯/জেএ/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.