Sylhet View 24 PRINT

মনুর পানি বিপদসীমার উপরে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৫ ০০:৫০:৩১

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের মনু নদীর পানি শুক্রবার রাত সাড়ে ১২টা পর্যন্ত বিপদসীমার ৩৮ সে.মি উপর দিয়ে প্রভাহিত হয়েছে। তবে ধলাই নদীর পানি কিছুটা কমে বিপদসীমার ৫৬ সে.মি উপর দিয়ে প্রভাহিত হেেয়ছে। আগে ধলাই নদী বিপদসীমার ১৪৫ সেমি উপর দিয়ে প্রভাহিত হয়েছিল।

বৃহস্পতিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে মৌলভীবাজার পওর বিভাগ থেকে জরুরী বার্তা দেয়া হয়েছে। বন্যা মোকাবেলার জন্য জনসাধারণকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

পাউবোর মৌলভীবাজার পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী বলেন, “গত কয়েকদিন ভারতে বর্ষণের ফলে মনু ও ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। উভয় নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাহিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বন্যা মোকাবেলায় প্রস্তুত রয়েছে”।

এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কমলগঞ্জের ধলাই নদীর বাঁধ ভাঙ্গে বন্যার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে সর্বশেষ পাওয়া তথ্যমতে প্রায় ১০টি গ্রাম প্লাবিত হয়েছে বলে জানা গেছে।

সিলেটভিউ২৪ডটকম/১৫ জুন ২০১৯/ওফানা/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.