Sylhet View 24 PRINT

কুলাউড়ায় রেললাইন মেরামত, চললো ট্রায়াল ট্রেন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৪ ২০:০৯:৪৬

ফাইল ছবি

মৌলভীবাজার প্রতিনিধি :: কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় পতিত হওয়ার পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় ৬টি বগি লাইনচ্যুত হয়। এরপর আজ সোমবার দিনভর রেল বিভাগের কর্মীরা বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্থ রেললাইন ও ব্রিজটি মেরামত করেন।

মেরামত শেষে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ওই রেললাইন ও ব্রিজের উপর দিয়ে চালানো হয় ট্রায়াল ট্রেন। এ ট্রেন চালাতে গিয়ে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায়নি।

রেলের বিভাগীয় প্রকৌশলী আহসান জাবিদ সিলেটভিউকে জানান, ট্রায়াল ট্রেন সমস্যা ছাড়াই চালাচল করেছে। এখন রেল চলাচলে আর সমস্যা নেই।

এদিকে, সিলেট রেল স্টেশনের সহকারি ব্যবস্থাপক সজীব কুমার মালাকার জানিয়েছেন, সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস আজ রাত ৯টায় নির্ধারিত সময়েই ছেড়ে যাবে।

প্রসঙ্গত, রেল দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২শ’ জন আহত হয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/২৪ জুন ২০১৯/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.