Sylhet View 24 PRINT

কমলগঞ্জে এলজিইডির ক্ষতি দেড় কোটি টাকা!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৮ ২১:৪৭:১৫

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এবারের বন্যায় এলজিইডির ১০টি রাস্তার ৬ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যায় রাস্তার বিভিন্ন অংশে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এতে বন্যাক্রান্ত এলাকার রাস্তাসমূহ বিপর্যস্থ হয়ে পড়েছে। যানবাহন চলাচল ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও কয়েকটি গ্রামের যোগাযোগ বন্ধ হয়ে পড়েছ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ বন্যায় এলজিইডির প্রায় দেড় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাস্তগুলোর বিভিন্ন অংশের পিচ ও পাথর সরে গেছে। কোথাও কোথাও রাস্তার ৫ হতে ১০ ফুট সড়কের মাটি বন্যার পানিতে ভেঙ্গে গেছে। রাস্তাগুলোতে সৃষ্টি হয়েছে ছোটবড় অসংখ্য গর্তের। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত চারদিনের বন্যায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতিতে ভানুগাছ ভায়া চৈত্যনগঞ্জ মুল সড়কের রামপাশা এলাকায় পানির স্রোতে প্রায় ১০০ মিটার রাস্তা সম্পূর্ণ ভেঙ্গে যাওয়ায় ২দিন ধরে তিনটি গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

এছাড়া ভানুগাছ-সরইবাড়ি রাস্তার ৯০০ মিটার, আদমপুর জিসি ভানুগাছ জিসি ভায়া ইসলামপুর রাস্তা ২০০ মিটার, আদমপুর আদকানী বাজার ভায়া কাউয়ারগলা রাস্তা ৪০০মিটার, আদমপুর ইউপি অফিস ভায়া ভানুবিল জাঙ্গালিয়া মঙ্গলপুর রাস্তা ১০০০ মিটার, গোলের হাওর-ইসলামপুর অফিস রাস্তা ১০০মিটার, আলীনগর চৌমুহনী ভায়া পুর্বকালীপুর ২০০ মিটার রাস্তাসহ সারা উপজেলায় প্রায় ৬ কিলোমিটার সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমান প্রায় দেড় কোটি টাকা।

এলজিইডি’র কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, এ বন্যায় প্রায় ৬ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেড় কোটি বেশি ক্ষতি হবে। প্রতিদিন উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠাচ্ছি, দিন দিন ক্ষতির পরিমান বাড়ছে।

সিলেটভিউ২৪ডটকম/১৮ জুলাই ২০১৯/জেএ/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.