Sylhet View 24 PRINT

কমলগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১৫ ১৯:৪৫:৩৫

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক উপলক্ষে বিভিন্ন স্থানে শোক শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, আলোচনা সভা, পুরষ্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচীর  মাধ্যমে দিবসটি পালিত হয়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর আড়াইটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক শোকর‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, ওসি আরিফুর রহমান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল।

এসময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে কমলগঞ্জ সরকারী গণমহাবিদ্যালয়, সুজা মেমোরিয়াল কলেজ, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ, শমশেরনগর বিএফ শাহীন কলেজ, এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়, হুরুন্নেছা খাতুন চৌধুরী কলেজ, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ, মাধবপুর উচ্চ বিদ্যালয়সহ সকল উচ্চ বিদ্যালয় ও সবকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/ ১৫ আগস্ট ২০১৯/ জেএ/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.