Sylhet View 24 PRINT

বনে গাছ চুরি হলে দায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার: বনমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২৪ ১৮:১১:৩১

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: বন, পরিবেশ ও জলাবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বন কর্মকর্তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘যার যেখানে দায়িত্ব আছে, সেখানে গাছ চুরি হলে এর দায় সেই এলাকার দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তার উপরই বর্তাবে।’

তিনি বলেন, ‘দেশের সব বেদখলকৃত বন উদ্ধার করা হবে এবং উদ্ধারকৃত জায়গায় নতুন করে বনায়ন করা হবে।’

আজ শনিবার (২৪ আগস্ট) সকালে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বনজ ও ফলদ বৃক্ষমেলার উদ্বোধন শেষে এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ।

এসময় মন্ত্রী আরো বলেন, ‘বন বিভাগের দায়িত্ব হচ্ছে বনকে রক্ষা করা। এই কারণে আমি মনে করি আমার বন বিভাগের যারা আছেন তারা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করেন। এই জেলায় একটি গাছও যেন কাটা না হয়।’

সম্প্রতি লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাছ চুরির বিষয়ে মন্ত্রী শাহাব বলেন, ‘আমি কয়দিন আগে শুনেছি, লাউয়াছড়ায় কর্মকর্তাকে তালা মেরে গাছ কেটে নিয়েছে, আমার এটা নিয়ে সন্দেহ হচ্ছে। দায়িত্বশীলকে তালা মেরে গাছ কেটে নেবে সেটা মেনে নেওয়া হবে না।’

সিলেটভিউ২৪ডটকম/২৪ আগস্ট ২০১৯/নাঈম/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.