Sylhet View 24 PRINT

কুলাউড়ায় মুদি দোকানের চোরাইকৃত মালামালসহ আটক এক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৭ ১৫:৩৭:৫৩



নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া :: কুলাউড়ায় মুদি দোকানের প্রায় ৩০ হাজার টাকার চোরাইকৃত মালামাল জব্দসহ কয়ছর মিয়া (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। সে উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখলা গ্রামের সাজিদ মিয়ার ছেলে।

রবিবার (১৭ নভেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে গত শনিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশ।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১১টার দিকে স্থানীয় মুদি দোকানের ব্যবসায়ী মো. হিরা মিয়া দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরেরদিন শনিবার সকালে পাশের দোকানদার শাহজাহান মিয়ার মাধ্যমে জানতে পারেন হিরা মিয়ার দোকান চুরি হয়েছে। এঘটনায় ওইদিন কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়রী করেন হিরা মিয়া। এঘটনায় পুলিশ তদন্ত করে জানতে পারে হিরা মিয়ার দোকানের উত্তর পাশের দোকানদার কয়ছর মিয়ার দোকানে চোরাইকৃত মালামাল রয়েছে। পরে ওই চোরাইকৃত মালামাল জব্দসহ দোকানদার কয়ছর মিয়াকে আটক করে পুলিশ। এদিকে আটক দোকানদার কয়ছর মিয়া জানায়, এই মালগুলো সে স্থানীয় কলিমাবাদ বাসিন্দা মনফর মিয়ার কাছ থেকে স্বল্প মূল্যে ক্রয় করে।

এঘটনায় ১৭ নভেম্বর মো. হিরা মিয়া বাদি হয়ে এবং মনফর ও কয়ছরকে বিবাদি করে একটি চুরির মামলা (নং-১৬) দায়ের করেন।

কুলাউড়া থানার এসআই রফিকুল ইসলাম বলেন, আটক কয়ছরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/১৭ নভেম্বর২০১৯/শাকির

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.