Sylhet View 24 PRINT

বড়লেখায় লবণের দাম বৃদ্ধির গুজব ঠেকাতে মাঠে পুলিশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৯ ১৭:৩২:৩৯

এ.জে লাভলু, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় লবণের দাম বৃদ্ধির গুজব ঠেকাতে মাঠে নেমেছে পুলিশ। গুজবে কান না দিতে এবং জনসচেতনতা বাড়াতে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর থেকে পুলিশের পক্ষ থেকে উপজেলাজুড়ে মাইকিং করা হয়েছে।   

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১৮ নভেম্বর) সকালে বড়লেখায় লবণের দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ে। এ খবরে উপজেলার বিভিন্ন দোকানে লবণ বিক্রির ধুম পড়ে। এ সুযোগ নিয়ে ব্যবসায়ীরা নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ ও তিনগুণ বেশি অর্থাৎ ৮০-১০০ টাকা দামে লবণ বিক্রি করেন। খবর পেয়ে সোমবার বিকেলে অভিযানে নামে প্রশাসন। অভিযানের সময় অতিরিক্ত দামে লবণসহ বিভিন্ন পণ্য বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোর অপরাধে উপজেলার সাতটি দোকানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান।  

এদিকে লবণের দাম বৃদ্ধির গুজব ঠেকাতে ও জনসচেতনতা বাড়াতে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর থেকে বড়লেখা থানা পুলিশের পক্ষ থেকে বড়লেখা পৌরসভাসহ উপজেলার বর্ণি, সদর, দক্ষিণ শাহবাজপুর, উত্তর শাহবাজপুর, দক্ষিণভাগ উত্তর, দক্ষিনভাগ দক্ষিণ, নিজবাহাদুরপুর, সুজানগর, দাসের বাজার, তালিমপুর ইউনিয়ন এলাকায় মাইকিং করা হচ্ছে। 

বড়লেখা হাজীগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ছয়দুল ইসলাম মঙ্গলবার (১৯  নভেম্বর)  বলেন, ‘বড়লেখায় লবণের কোনো সংকট নেই। গতকাল সোমবার সকাল থেকে একটি কুচক্রী মহল লবণের দাম বাড়ার কথা প্রচার করে। এগুজবে সাধারণ মানুষ লবণ কিনতে হুমড়ি খেয়ে পড়ে। আমরা মানুষকে বুঝানোর চেষ্টা করেছি। পৌর মেয়র ও প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করেছি। ক্রেতা সাধারণকে এইসব গুজবে কান না দেওয়ার অনুরোধ করছি। হাজীগঞ্জ বাজারের বিভিন্ন দোকানীর সাথে কথা হয়েছে। কেউ অতিরিক্ত মূল্যে বিক্রি করছে না।’ 

বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক (১৯  নভেম্বর)  বিকেলে বলেন, লবণের দামবৃদ্ধির বিষয়টি নিছক গুজব। বাজারে পর্যাপ্ত লবণ আছে। কোনো সংকট নেই।  এরপর নির্ধারিত মূল্যের চেয়ে কেউ যদি বেশি দামে লবণ বিক্রি করে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, লবণের দাম বৃদ্ধির গুজব ঠেকাতে এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ও পৌরসভায় মাইকিং করছি। তিনি গুজবে কান না দিতে সবাইকে আহ্বান জানান।  


সিলেটভিউ২৪ডটকম/১৯ নভেম্বর ২০১৯/লাভলু

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.