Sylhet View 24 PRINT

বড়লেখায় শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার ডাকাত খোকন কারাগারে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৮ ১৬:০৮:৩১

এ.জে লাভলু, বড়লেখা :: তার বিরুদ্ধে বড়লেখাসহ বিভিন্ন থানায় ৮টি ডাকাতি মামলা রয়েছে। পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজে বেড়ালেও তাকে ধরতে পারছিল না। গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন তিনি। এমনকি পাল্টে ফেলেছিলেন নিজের নামও। কিন্তু শেষরক্ষা হয়নি তার।  দীর্ঘদিন পর শ্বশুর বাড়ি বেড়াতে আসাই যেনো কাল হলো তার। 

মৌলভীবাজারের বড়লেখায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা কুখ্যাত ডাকাত খোকন বকতকে (৩৫) শ্বশুর বাড়ি থেকে   গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার ভোররাতে উপজেলার মুছেগুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার (০৭ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খোকন বকত উপজেলার সুজানগর ইউপির বরতল গ্রামের মৃত শফাত বকতের ছেলের।

পুলিশ সূত্র জানিয়েছে, খোকন বকতের বিরুদ্ধে বড়লেখাসহ বিভিন্ন থানায় ৮টি ডাকাতি মামলা রয়েছে। মামলার পর গ্রেফতার এড়াতে খোকন গা ঢাকা দেন। এমনকি নিজের নাম খোকন বকত পাল্টে রেখেছিলেন ইমন। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে গ্রেফতারের জন্য বিভিন্নস্থানে অভিযান চালালেও ধরতে পারেনি। এদিকে গত শুক্রবার (০৬ ডিসেম্বর) রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় খোকন বকত শ্বশুর বাড়ি উপজেলার মুছেগুল এলাকায় অবস্থান করেছেন। খবর পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসিমের নেতৃত্বে এসআই কৃষ্ণ মোহন দেবনাথ, এএসআই কামাল উদ্দিন ও জাহিনুর রহমান,  জাহাঙ্গীর আলম, সাইফুল আলমসহ একদল পুলিশ মুছেগুলে অভিযান চালিয়ে খোকনকে গ্রেফতার করেন।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসিম রোববার বিকেলে বলেন, খোকন বকত কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে বড়লেখা থানাসহ বিভিন্ন থানার ৮ টি ডাকাতি মামলা আছে। দীর্ঘদিন পর খোকনকে গ্রেফতার করা হয়েছে। এতোদিন সে পলাতক ছিলো। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/৮ ডিসেম্বর ২০১৯/এজেএল/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.