Sylhet View 24 PRINT

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ফখর উদ্দীন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৯ ০১:০১:১৪

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: মৌলভীবাজার জেলার (জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯, জেলা পর্যায়ে) শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফখর উদ্দীন।

ধাপে ধাপে পরীক্ষার পর গতকাল (রবিবার) বিকেলে এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। তিনি কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

এছাড়া তিনি বিষয় ভিত্তিক (ইংরেজী) প্রশিক্ষকেরও দ্বায়িত্ব পালন করছেন। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস-১২০৬৮) এর কুলাউড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফখর উদ্দীন ২০০৩ সালে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় নিয়োজিত হন। শিক্ষকতা পেশায় যোগদানের পর থেকেই বেশ সুনামের সাথে পেশাগত দ্বায়িত্ব পালন করে আসছেন মেধাবী এই শিক্ষক। ছাত্রজীবনেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইউনিয়ন,উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হন। ছাত্রজীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি এসএসসিতে ১ম বিভাগ,এইচএসিতে ২য় বিভাগ, বিএতে ২য় বিভাগ ও এম এতে ১ম বিভাগ পেয়ে উত্তীর্ণ হন। ফখর উদ্দীন একই উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের গোবিন্দর গ্রামে জন্মগ্রহণ করেন।

তাঁর পিতা শ্রীপুর জালালীয়া ফাজিল মাদ্রাসা ও হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক মরহুম ক্বারী মাওলানা হাবিবুর রহমান ও মাতা হাবিবা খানম গৃহিণী। ৪ ভাই ও ১ বোনের মধ্যে তিনি ২য়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ২ পুত্র সন্তানের জনক। তাঁর এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে ও কৃতিত্বের সাথে নিজ পেশাগত দ্বায়িত্ব পালনে অতীতের মত সকলের সহযোগিতা ও দোয়া চান।

সিলেটভিউ২৪ডটকম/৯ ডিসেম্বর ২০১৯/ওফানা/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.