Sylhet View 24 PRINT

জনগণের পুলিশ হতে চাই: মৌলভীবাজারে আইজিপি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৫ ১৯:৫৪:৫৮

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘পুলিশের ৯৯৯ সেবার জন্য দুই বছরে দুই কোটি মানুষের কাছ থেকে সাহায্যের আবেদন পেয়েছি। এর মধ্যে আমরা প্রায় অর্ধ কোটি মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে পেরেছি। পুলিশ চায় মানুষকে সেবা দিতে, মানুষকে সাহায্য করতে। পুলিশকে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় নিয়ে যেতে চাই। সেই প্রচেষ্টাই অব্যাহত আছে।’

শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার পুলিশ লাইনসে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় আইজিপি উপস্থিতি দর্শকদের প্রশ্ন করে বলেন, ‘আগের চেয়ে এখন মানুষ ভাল সেবা পাচ্ছে কি না?’

‘হ্যাঁ’ সূচক উত্তর পেয়ে তিনি বলেন, ‘আমরা পুলিশ, আপনাদেরই সন্তান, স্বজন। আমরা অন্য গ্রহ থেকে আসিনি। পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এমনকি কোন পুলিশ সদস্যও মাদকের সাথে জড়িত থাকলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমরা আপনাদের পুলিশ হতে চাই, জনগণের পুলিশ হতে চাই।’

অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মহানগর পুলিশের কমিশনার এসএম গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন

জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দেসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/২৫ জানুয়ারি ২০২০/নাঈম/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.