Sylhet View 24 PRINT

কমলগঞ্জে চা শ্রমিকদের ইংরেজিতে চিঠি, আদালতের নির্দেশ অমান্য

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৮ ১৮:৪৩:৪৬

জয়নাল আবেদীন,কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জে কয়েকটি চা বাগানের শ্রমিকদের কাজে কিংবা কোম্পানীর নিয়ম পালনে কোন ব্যতয় ঘটলে বাগান কর্তৃপক্ষ চা শ্রমিকদেরকে ইংরেজিতে বিভিন্ন নোটিশ প্রদান করে। অভিযোগপত্র ইংরেজিতে থাকায় নিরক্ষর চা শ্রমিকরা ভোগান্তি ও হয়রানির স্বীকার হতে হচ্ছে। বাংলা ভাষায় চিঠি দেয়ার আদালতের নির্দেশনা থাকলেও এ নিয়ম মানছে না কয়েকটি বাগান।  

১৯৫২ সালে সালাম-বরকত-রফিক-জব্বারের আত্মবলিদানে বাঙ্গালী জাতি মাতৃভাষার স্বীকৃতি অর্জন করে। তাই সরকারি বেসরকারি পর্যায়ে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক। বর্তমানে সর্বত্র বাংলা ভাষা ব্যবহারে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও মানা হচ্ছে না চা বাগানগুলোতে।

চা শ্রমিক সবিতা, অর্চনা, দেওরাজ, স্বরসতিসহ অভিযোগ করে বলেন, এমনিতেই আমরা চা শ্রমিকরা লেখাপড়া তেমন জানি না। কিন্তু কোম্পানীর চিঠি ইংরেজিতে থাকায় নির্দ্দিষ্ট সময়ের মধ্যে জবাব দিতে বিভিন্ন লোকের কাছে ধর্না দিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয় আমাদের।

তারা আরও বলেন, শ্রমিকদের কেউ কেউ কোন মতে নাম লিখতে শিখেছে। অন্যরা টিপসই দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। বর্তমানে তাদের সন্তানরা কিছু শিক্ষা গ্রহণ করছে। তবে ইংরেজি বুঝার মতো চা বাগানে দু’একজন লোক খোঁজে পাওয়া অনেক কঠিন।

জানা যায়, বিটিশ আমলে সবগুলো চা বাগানে ইংরেজিতে শ্রমিকদের চিঠি দেয়া হতো। বর্তমানে কিছু বাগান বাংলা ব্যবহার করলেও ডানকান ব্রাদার্সের মালিকানাধীন চা বাগান সমূহে আদালতের নির্দেশনার পর এখনও ইংরেজিতে চা শ্রমিকদের চিঠি প্রদান করছে।
 
আদালতের নির্দেশ উপেক্ষা করে ইংরেজিতে চিঠি প্রদান বিষয়ে জানতে চাইলে সিলেট আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন বলেন, ‘বাংলাদেশের সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী উচ্চ আদালতের সকল আদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রদত্ত আদেশের সুস্পষ্ট লংঘন বলে আমি মনে করি।’

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, ইংরেজি চিঠির  ফলে চা শ্রমিকদের অনেক সমস্যা হচ্ছে। চা বাগানে উচ্চ আদালতের এ আদেশ অবিলম্বে কার্যকর হওয়া উচিত।

এ ব্যাপারে শমশেরনগর ও আলীনগর চা বাগান ব্যবস্থাপকদের সাথে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

শ্রীমঙ্গলস্থ কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান বলেন, কিছু চা বাগানে ইংরেজীতে অভিযোগ ও চিঠিপত্র প্রদান করছে। কিছুদিনের মধ্যে সবকিছু বাংলায় ব্যবহার হবে বলে তিনি জানান।

সিলেটভিউ২৪ডটকম ১৮ ফেব্রুয়ারি ২০২০/জয়নাল/ জুনেদ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.