Sylhet View 24 PRINT

বড়লেখায় বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৪ ১৮:৫৯:১১

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। হাজীগঞ্জ বাজার বণিক সমিতির উদ্যোগে সোমবার (২৪ ফ্রেব্রুয়ারি) বেলা আড়ইটায় পৌরশহরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। 

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বণিক সমিতির সহসভাপতি সাইদুল ইসলাম। বণিক সমিতির সদস্য আব্দুল লতিফের সঞ্চালানায় বক্তব্য দেন হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ছাদ উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ বাদশা, ব্যবসায়ী আবুল হোসেন, জুনেদ আহমদ, মুহিবুর রহমান ও জাকির হোসেন প্রমুখ।
  
সমাবেশে বক্তারা বলেন, ‘মেলা স্থগিতে আদালতের নির্দেশ দিলেও তা অমান্য করে আয়োজকরা মেলা চালিয়ে যাচ্ছেন। আদালতের নির্দেশ না মেনে তারা কিভাবে মেলা চালিয়ে যায়। বিষয়টি আমাদের অবাক করেছে। অবিলম্বে মেলা বন্ধ করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
 
স্থানীয় সূত্র জানায়, গত বছরের ডিসেম্বরে বড়লেখায় মেলা বসানোর প্রস্তুতি নিলেও হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের প্রতিরোধের মুখে তা সফল হয়নি। গত ৩ ডিসেম্বর আয়োজকরা উচ্চ আদালতে রিট পিটিশন (নং-১৩৩৪৬/২০১৯) করে বড়লেখা সরকারি কলেজে মাসব্যাপী মেলার আয়োজন করে। গত ১০ ফেব্রুয়ারি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অবস্থায় মেলা বন্ধ করতে বড়লেখা হাজীগঞ্জ বাজার বণিক সমিতি উচ্চ আদালতে আপিল (সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর ৪২৫/২০২০) করেন। এরই প্রেক্ষিতে চেম্বার জজ (এ্যাপিলেট ডিভিশন) মেলা আয়োজনের পক্ষে আয়োজকদের উচ্চ আদালতে দায়ের করা রিট পিটিশনের ওপর গত রবিবার (১৬ ফেব্রুয়ারি) স্থিতাবস্থা জারি করে পূর্বের ইস্যুকৃত রুল আগামী ১৯ এপ্রিল পরবর্তী শুনানী পর্যন্ত স্থগিত করেন।

এ ব্যাপারে বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির বিভাগীয় সমন্বয়ক এম.এ মঈন খান বাবলু সোমবার বিকেলে বলেন, ‘আদালতের নির্দেশের অনুলিপি আমরা আজকে হাতে পেয়েছি। নির্দেশনা পাওয়ার পরপরই মেলা বন্ধ করেছি।’

এ ব্যাপারে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান বলেন, ‘উচ্চ আদালতের আপিল বিভাগ মেলা স্থগিত করেছেন। জেলা প্রশাসক কার্যালয় থেকে চিঠি পাওয়ার পর তাদের (মেলার আয়োজকদের) জানিয়ে দেওয়া হয়েছে।’

সিলেটভিউ২৪ডটকম/২৪ ফেব্রুয়ারি ২০২০/লাভলু/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.