Sylhet View 24 PRINT

জুড়ীতে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৯ ১৫:০৫:১৪

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন।

ঘটনাটি শনিবার রাত ৮টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও (কাটানালারপার) গ্রামে ঘটেছে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

জানা যায়, স্থানীয় কামরুল ইসলাম ও মামুন আহমদ নামের দুই শিশু কয়দিন পূর্বে ঝগড়া করেন। বিষয়টি সালিশে সমাধান করার কথা ছিল। তার আগেই শনিবার রাতে এক পক্ষ অপর পক্ষের কয়েকজনকে মারার জন্য ধাওয়া করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের নারী ও শিশুসহ ৭ জন রক্তাক্ত আহত হন।

আহতরা হলেন সেলিম মিয়া (৪৫), মনির মিয়া (৩৫), এরশাদ আলী (৪০), শাহীন আলম (২৫), রেজিয়া বেগম (৩০), সুমন আহমদ (১৫) ও মামুন আহমদ (২০)।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম জানান, সংঘর্ষের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


সিলেটভিউ২৪ডটকম/২৯ মার্চ ২০২০/এমএএল/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.