Sylhet View 24 PRINT

জুড়ীতে ৫টন চাল ও ৫০ হাজার টাকা বরাদ্ধ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৯ ১৫:১৪:৪১

জুড়ী প্রতিনিধি :: করোনাভাইরাস সংক্রমন ঠেকাতে পুরো উপেেজলা জুড়ে লকডাউন চলছে। এতে নিম্ন আয়ের মানুষকে সহায়তার জন্য জেলা প্রশাসক কার্যালয় থেকে জুড়ী উপজেলায় ৫মে.টন চাল ও নগদ ৫০হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক জানান, উপজেলার নিম্ন আয়ের পাঁচশ জনকে ১০ কেজি করে চাল ও নগদ একশ টাকা করে প্রদান করা হচ্ছে।

উপজেলার ছয় ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে আজ (রবিবার) তা বন্টন করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/২৯ মার্চ ২০২০/এমএএল/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.