Sylhet View 24 PRINT

জুড়ীতে সেনাবাহিনীর টহল জোরদার, ৩ জনকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০২ ১৬:১৬:৩৪

জুড়ী প্রতিনিধি :: জুড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।

নিরাপদ দুরত্ব বজায় রাখা, অযথা বাজারে ঘুরাফেরা না করা ও হোম কোয়ারেন্টিন মেনে চলার লক্ষ্যে

বৃহস্পতিবার সকাল থেকে জুড়ীতে অভিযান চালানো হয়।

এ সময় আইন অমান্য করায় উপজেলা শহরের কামিনীগঞ্জ বাজারের কাপড় ব্যবসায়ী নিপেন্দ্র দেবনাথকে এক হাজার টাকা, জুতা ব্যবসায়ী জুয়েল আহমদ বলাইকে এক হাজার টাকা ও সিএনজি চালক রাজুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক।

অভিযান চলাকালে জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সবার উচিৎ সরকারের নির্দেশনা মেনে চলা। কেহ তা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সেনা বাহিনীর ক্যাপ্টেন মো. মাহাদী হাসান বলেন, জরুরী প্রয়োজন ছাড়া সব ধরণের যানবাহন বন্ধ থাকবে। আগামী ৭ থেকে ১০ দিন মানুষ যাতে ঘর থেকে বের হতে না হয় সে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক বলেন, বৈশ্বিক এ ক্রান্তিকালে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতায় গণমাধ্যমকর্র্মীরা প্রশংসনীয় ভূমিকা রাখছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ সংকট মোকাবেলা করতে পারব। নিরাপদ দুরত্ব বজায় ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে প্রয়োজনে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা হবে।

এদিকে করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে জুড়ীতে জেলা পুলিশ ও জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা ও ব্রাক-এর পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হয়।


সিলেটভিউ২৪ডটকম/০২ এপ্রিল ২০২০/এমএএল/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.