Sylhet View 24 PRINT

বড়লেখায় ৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন দুবাই প্রবাসী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৯ ১৯:২৭:৪২

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া উপজেলার সুজানগর ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আলহাজ বদরুল ইসলাম ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দুবাই প্রবাসী ব্যবসায়ী বদরুল ইসলাম বুধবার ও বৃহস্পতিবার তাঁর ইউনিয়নের ৩০০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। 


খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আলু, তেল, পিয়াজ। এর আগে তিনি দরিদ্রদের মাঝে ৫ হাজার মাস্ক, প্রতিটি মসজিদে ৪০০ লাক্স সাবান ও সচেতনতামূলক লিফলেট বিতরণকরেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সুজানগর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপুল কান্তি দাস, ইউপি মেম্বার ফখরুল ইসলাম, শহিদ আহমদ, সাবেক ইউপি মেম্বার নজরুল ইসলাম, হাশিমপুর ইসলামী যুবসংঘের সভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি মনসুর আহমদ, সেক্রেটারী রাসেল আহমদ, কোষাধ্যক্ষ রুহুল আমিন প্রমুখ।

প্রবাসী বদরুল ইসলাম জানান, করোনা ভাইরাসের প্রভাবে খেটে খাওয়া মানুষের ঘরে খাদ্যসংকট দেখা দিয়েছে। তাই অভাবগ্রস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের ব্যবস্থা নিয়েছেন। প্রাথমিকভাবে তিনি নিজ ইউনিয়নের ৩ হাজার মানুষকে সহায়তা করেছেন। উপজেলার অন্যান্য এলাকায়ও সহযোগিতা করার চেষ্টা করছেন। তিনি এ মহাসংকটে প্রত্যেক বিত্তবানকে অভাবগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/৯ এপ্রিল ২০২০/এজেএল/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.