Sylhet View 24 PRINT

জুড়ীতে ২৪০ পরিবারে পুলিশ সদস্য কর্তৃক উপহার প্রদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-১৮ ০০:০৭:৩৩

জুড়ী প্রতিনিধি  :: “ত্রাণ বা সহায়তা নয়, বাংলাদেশ পুলিশের ভালবাসা” এ অভিব্যক্তি নিয়ে বাংলাদেশ পুলিশ এর বিভিন্ন ইউনিটে কর্মরত জুড়ী উপজেলার সকল পর্র্যায়ের পুলিশ সদস্যদের উদ্যোগে উপজেলার ছয় ইউনিয়নের কর্মহীন ২৪০টি পরিবারের মধ্যে উপহার সামগ্রী প্রদান করা  হয়েছে।

করোনা পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগে বাধা-নিষেধ থাকার কারণে তাদের পরিবারের সদস্যগন ও স্থানীয় স্বে”ছাসেবকদের মাধ্যমে রবিবার গ্রহীতার বাড়ী বাড়ী উপহার সামগ্রী (চাল, তেল, চিনি, ময়দা, সেমাই ও আলু) পৌঁছানো হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার সহকারি পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে, এয়ারপোর্ট থানার কালাগুল পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাব ইন্সপেক্টর আব্দুল আজিজ শিমুল, সিলেট জেলা পুলিশের রিজার্ভ অফিসে কর্মরত এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর শাহাব উদ্দিন সবুজ এবং ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট এর হিসাব শাখায় কর্মরত এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ক্লার্ক) মোঃ সহিদুর রহমান পাবেল এই মহৎ উদ্যোগের সমন্বয় করেন।

এক প্রতিক্রিয়ায় জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, জুড়ীতে বাড়ী, পুলিশে চাকরী করেন এমন লোকজন এ মহৎ কাজটি করেছেন। যা প্রশংসনীয়। আমাকেও কিছু প্যাকেট দিয়েছেন, যা দরিদ্রদের মধ্যে বন্টন করি।

এ বিষয়ে সিনিয়র এএসপি জনাব পলাশ রঞ্জন দে জানান, নিজের দায়িত্ববোধ থেকে আমরা জুড়ী উপজেলার পুলিশ সদস্যগন আমাদের জন্মস্থানের কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছি, ভবিষ্যতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

সিলেটভিউ২৪ডটকম/১৮ মে ২০২০/এলএম/ মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.