Sylhet View 24 PRINT

বড়লেখায় এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১০১ জন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-৩১ ২১:৪০:৩১

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: সিলেট শিক্ষা বোর্ডর অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৩৬ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩৭৬৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২৮৫৩ জন। পাশের হার পাসের হার ৭৫.৪২।  জিপিএ-৫ পেয়েছে ১০১জন। এদিকে বরাবরের মতো এবারও আরকে লাইসিয়াম স্কুল চমক দেখিয়েছে। এ স্কুলের ৬৯ জন শিক্ষার্থীর মধ্যে ৩৭জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। 



জিপিএ-৫ প্রাপ্ত অন্য স্কুলগুলো হচ্ছে- বড়লেখা পিসি সরকারি মডেল হাইস্কুলের ১৮জন, দাসেরবাজার হাইস্কুলের ১৩জন, বড়লেখা বালিকা হাইস্কুলের ৮জন, নারীশিক্ষা হাইস্কুলের ৮ জন, শাহবাজপুর হাইস্কুলের ৫ জন, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ হাইস্কুলের ৪জন, কাঠালতলী হাইস্কুলের ৩জন, হাকালুকি হাইস্কুলের ২জন, দক্ষিণভাগ এনসিএম  হাইস্কুলের ২ জন, বর্ণী হাইস্কুলের ১জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। 


অন্যদিকে মাদ্রসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৫৪৪জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৪৩৩জন। জিপিএ ৫ পেয়েছে ইটাউরি মহিলা আলিম মাদ্রাসার মাত্র ২ জন শিক্ষার্থী। 


অপরদিকে কারিগরি শিক্ষাবোর্ডর অধীনে উপজেলার একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান এবাদুর রহমান টেকনিক্যাল কলেজ থেকে ৭৯ জন অংশ নিয়ে পাশ করেছে ৪৬জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র ২জন শিক্ষার্থী।



সিলেটভিউ২৪ডটকম/৩১ মে ২০২০/লাভলু

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.