Sylhet View 24 PRINT

বড়লেখায় স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৫ ২১:৫২:২৩

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নতুন করে আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী।  তাদের বাড়ি উপজেলার বারইগ্রাম এলাকায়। করোনায় আক্রান্ত স্বামীর বয়স ২৫ বছর আর স্ত্রীর ২০ বছর। শুক্রবার রাত সাড়ে নয়টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। 



এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩জনে। আক্রান্তরা নিজেদের বাড়িতে আইসোলোশনে চিকিৎসা নিচ্ছেন। 


বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস শুক্রবার রাত সাড়ে নয়টায় বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে করোনার উপসর্গ জ্বর-কাশি ছিল। গত ৩১ মে তাদের নমুনা সংগ্রহে করে ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছিল।  আজ রাতে তাদের রিপোর্ট এসেছে। দুজন করোনা শনাক্ত হয়েছে। তারা বাড়িতে অবস্থান করেছেন। প্রশাসন তাদের বাড়ি লকডাউনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম/৫ জুন ২০২০/লাভলু

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.