Sylhet View 24 PRINT

বড়লেখায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে উঠলো দরিদ্র দলিত পরিবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০৬ ২২:০৩:১৬

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় প্রধানমন্ত্রীর উপহারের সেমিপাকা ঘরে উঠেছে হতদরিদ্র একটি দলিত পরিবার। বুধবার (৫ আগস্ট) বিকেলে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত বসতঘর হস্তান্তর করেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্টীর জীবন মান উন্নয়নে গৃহীত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসুচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য সেমিপাকা বসতঘর নির্মাণ প্রকল্পের আওতায় বড়লেখা উপজেলা প্রশাসন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০টি দরিদ্র পরিবারকে সেমিপাকা বসতঘর নির্মাণ করে দিচ্ছে।

এ প্রকল্পের উপজেলার কাঠালতলী মাধবগুল গ্রামের প্রথম উপকারভোগী দলিত পরিবার সোনাই লাল রবিদাসকে নবনির্মিত বসতঘর বুঝিয়ে দিয়েছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। দুই কক্ষের প্রতিটি বসতঘর নির্মাণে সরকারের ব্যয় হচ্ছে ২ লাখ ২০ হাজার টাকা।

প্রধানমন্ত্রীর উপহারের সেমিপাকা বসতঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, থানার ওসি মো. ইয়াছিনুল হক, সাংবাদিক আব্দুর রব, তপন কুমার দাস, উপজেলা দলিত কল্যাণ সমিতির সভাপতি মিলন রবি দাস, সাধারণ সম্পাদক সূর্যমনি রবি দাস, কোষাধ্যক্ষ সুদর্শন রবি দাস, সদস্য বাবুল রবিদাস প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/৬ আগস্ট ২০২০/লাভলু/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.