Sylhet View 24 PRINT

বড়লেখায় মাস্কের ব্যবহার নিশ্চিতে অভিযান, জরিমানা আদায়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-১২ ১৫:৫০:০০

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় মাস্কের ব্যবহার নিশ্চিত করতে অভিযানে নেমেছে প্রশাসন।

বুধবার (১২ আগস্ট) দুপুরে বড়লেখা পৌরশহরে এই অভিযান চালানো হয়। এসময় মাস্ক না পড়ায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ১৯টি মামলায় ১১ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। অভিযানে সহায়তা করেন থানার সেকেন্ড অফিসার এসআই প্রভাকর রায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মহামারি করোনার মধ্যে সরকার ঘরের বাইরে মাস্ক পড়া বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেক মানুষ এখনও মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে বড়লেখা পৌরশহরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় মাস্ক না পরায় ১৭জনকে ৫ হাজার ৪০০ টাকা, স্বাস্থ্যবিধি না মানায় পৌরশহরের বৈশাখী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে একটি বাসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


সিলেটভিউ২৪ডটকম/১২ আগস্ট ২০২০/এজেএল/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.