Sylhet View 24 PRINT

রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার নির্মাণ কাজের উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৮ ১৫:০৫:৩৬

রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করণের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে সাড়ে ১১টায় রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবন নির্মাণের উদ্বোধন করেন মৌলভীবাজার রাজনগর সংসদীয় আসনের (মৌলভীবাজার-৩) এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন- মৌলভীবাজার সিভিল সার্জন ডাক্তার তউহিদ আহমদ, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার পার্থ সারথী কাননগো, রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মিসবাহুদ্দোজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ সালেক, কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান নজমুল হক সেলিম মুন্সিবাজার ইউনিয়ন এর চেয়ারম্যান সালেক মিয়া, পাঁচগাও ইউনিয়নের চেয়ারম্যান শামসুন নূর আজাদ।

এছাড়াও রাজনগর উপজেলা যুবলীগের সভাপতি মইনুল ইসলাম খান সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু, কলেজ ছাত্রলীগের সভাপতি রাহি খানসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জানা যায় ১৩ কোটি ৩৯ লক্ষ ৫৯ হাজার টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট একটি ওপিডি ভবন, দুই তলা বিশিষ্ট ডক্টরস কোয়ার্টার্স, পাচ তলা বিশিষ্ট কনসালটেন্ট এন্ড মেডিকেল অফিসার ডরমিটরি, তিনতলা বিশিষ্ট নার্স ডরমিটরি, দুই তলা বিশিষ্ট স্টাফ ডরমিটরি, গ্যারেজ ও সাব স্টেশন নির্মাণ করা হবে।


সিলেটভিউ২৪ডটকম/২৮ সেপ্টেম্বর ২০২০/এআরএস/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.