Sylhet View 24 PRINT

জুড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-৩০ ১৫:১৪:০০

জুড়ী  প্রতিনিধি :: "শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা" শ্লোগান নিয়ে জুড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস-২০২০ পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এক আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি সুজাউদ্দৌলার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

"আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার" এ প্রতিপাদ্যের উপর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সংবাদকর্মী কল্যাণ প্রসূন, গোয়ালবাড়ী ইউপির সংরক্ষিত মহিলা সদস্য আনোয়ারা বেগম, জায়ফরনগর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য রোসনা বেগম, আফিয়া বেগম।

সভায় উপস্থিত ছিলেন- জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, পল্লী উন্নয়ন কর্মকর্তা পরিমল সূত্রধর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মো. তাজুল ইসলাম, সংবাদকর্মী বদরুল ইসলামসহ বিভিন্ন এলাকা থেকে আগত নারী প্রতিনিধিগণ।

সভা শেষে নারী উন্নয়ন ফোরাম, জুড়ী উপজেলা শাখার সভাপতি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মার নেতৃত্বে নারী প্রতিনিধিগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ৩১শে মে ২০১৫ সালের জারীকৃত সরকারের পরিপত্রের আলোকে বাৎসরিক বাজেটের ৩% বরাদ্দ এবং পরিষদ কর্তৃক গৃহিত প্রকল্প সমুহের ২৫% নারী সদস্যের মাধ্যমে বাস্তবায়নের দাবীতে একটি স্বারকলিপি প্রদান করেন।


সিলেটভিউ২৪ডটকম/৩০ সেপ্টেম্বর ২০২০/এমএএল/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.