Sylhet View 24 PRINT

মৌলভীবাজারে ভোটগ্ৰহণ শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২০ ০৯:৪২:১৮

নিজস্ব প্রতিবেদক,  মৌলভীবাজার ::  মৌলভীবাজার জেলা পরিষদের উপ নির্বাচনে ১৫টি ভোটকেন্দ্রে শান্তি পূর্ণভাবে ভোট গ্ৰহণ শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে জেলার প্রতিটি ভোটকেন্দ্রে ভোট গ্ৰহণ চলছে। দুপুর ২টা পর্যন্ত চলবে বিরতিহীনভাবে ভোট গ্ৰহণ। এখন পর্যন্ত শান্তি পূর্ণভাবে ভোট চলছে।

নির্বাচিত চেয়ারম্যান ও অপর সদস্যরা ভোট দিয়ে নির্বাচিত করবেন জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা ভোট প্রদান করবেন। তাই ভোটকেন্দ্রে ভোটারদের সংখ্যা কম।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিছবাহুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী এমএ রহিম। জেলার ১৫টি ভোট কেন্দ্রে ৯৪৪জন ভোটার রয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/২০ অক্টোবর ২০২০/অএফএন/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.