Sylhet View 24 PRINT

বড়লেখায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-৩০ ২৩:০৪:২৫

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় ফ্রান্সে মহানবী (সা.) এর অবমাননার প্রতিবাদ ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘মুবারক র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পৌর শহরে র‌্যালি হয়েছে। বাদ জুমায় বড়লেখা সদর ইউনিয়ন এলাকা থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা তালামীযের সভাপতি মো. নুরুল ইসলাম বাবলু। সাধারণ সম্পাদক রুবেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা আব্দুর রহমান, উপজেলার আল-ইসলাহ’র সহ সভাপতি কেএম সালেহ আহমদ কবির, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিত, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা শাহেদ আহমদ জুয়েল, লন্ডন আল ইসলাহ’র নেতা মাওলানা সেলিম উদ্দিন তালামীযের কেন্দ্রীয় সাবেক সদস্য মাহমুদুল হাসান, ইমাম সমিতির সভাপতি মাওলানা কুতবুল আলম, সম্পাদক মাওলানা আব্দুস শহীদ প্রমুখ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আল ইসলাহ’র সহ সাংগঠনিক সম্পাদক শামছুল ইসলাম, ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা আমানুর রহমান, তালামীযের সাবেক সাভাপতি আব্দুল হামিদ, জয়নুল ইসলাম, মিছবাহ উদ্দিন, উপজেলা তালামীযের সহ সভাপতি রুহুল আমিন রুহেল, সহ সম্পাদক মুজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক এম এ হাকিম জীবন, রেদোয়ানুল ইসলাম ফয়েজ, অর্থ সম্পাদক মোস্তাক আহমদ, পৌর সভাপতি এবাদুর রহমান, মো. হাবিবুর রহমান, আদনান হোসেন ফুয়াদ, আকমল হোসেন, মিজান আহমদ প্রমুখ।

সভায় বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) এর আগমন সম্পর্কে আলোচনা ও গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, ‘মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর আদর্শ সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। মহানবী’র সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই বিশ্বমানবতার অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে।’এসময় বক্তারা সম্প্রতি ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবীকে (সা.) অবমাননা ও ব্যঙ্গ চিত্র প্রদর্শনের নিন্দা ও প্রতিবাদ জানান।

সিলেটভিউ২৪ডটকম/ ৩০ অক্টোবর ২০২০/ লাবলু/ কেআরএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.