Sylhet View 24 PRINT

বড়লেখায় ভোক্তা অধিকারের তদারকি অভিযান : জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-২৬ ১৮:২১:০৫

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান, আলুর বাজার, ফার্মেসী এবং অন্যান্য দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বৃহস্পতিবার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। 

বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুহনা, পাখিয়ালা বাজারসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন। তাকে সহযোগিতা করেছে বড়লেখা থানা পুলিশ।


জানা গেছে, তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য ও ঔষধ বিক্রয়, মূল্য তালিকা না রাখা, নিষিদ্ধ  ঘোষিত খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে উত্তর চৌমুহনার মেসার্স রিয়াজ ফার্মেসীকে ৩ হাজার ৫ শত  টাকা, পাখিয়ালা বাজারের শ্রীবাস ষ্টোরকে  ২ হাজার টাকা, সিরাজ এন্ড সন্সকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।          

জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিকভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড  সেনিটাইজার ও নিম্নমানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সে লক্ষ্যে এধরণের বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে। 

সিলেটভিউ২৪ডটকম / ২৬ নভেম্বর, ২০২০ /লাভলু

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.