Sylhet View 24 PRINT

জুড়ীতে শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০২-২৬ ১৮:০৪:০৬

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে শিশু-কিশোরদের মধ্যে ৪০ দিন জামায়াতে নামাজ আদায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা জামে মসজিদ প্রাঙ্গনে পুরস্কার বিতরণ করা হয়।

এলাকার মুরব্বি মো: মইন উদ্দিনের সভাপতিত্বে ও আব্দুল হান্নানের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন- ফুলতলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও প্যানেল চেয়ারম্যান দছির উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন- বিরইনতলা জামে মসজিদের ইমাম হাফিজ নুরুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া, জুড়ী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন, ফুলতলা ইউনিয়ন শাখার সহ-সভাপতি খন্দকার হাফিজ শামিম আহমদ।

এছাড়া মুরব্বি ঈসমাইল হোসেন বাবুল, আব্দুস সোবহান বাবুল, উস্তার আলী, ইউনুছ মিয়া, আমির আলী, আব্দুল হাফিজ, জাকারিয়া ইসলাম, ইউনিয়ন তালামীযের সদস্য এমদাদুল ইসলাম অনিক, বিরইনতলা তালামীযের যগ্ম সাধারণ সম্পাদক তামবির হোসেন, মুহিবুর রহমান, জুনেদ আহমদ, আশরাফুল ইসলাম সামি, সিয়াম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।  

অনুষ্টানে ফ্রান্স প্রবাসী অনিক আহমদ-এর অর্থায়নে প্রতিযোগী ছামী আহমদ, আশরাফুল ইসলাম, আছাদুজ্জামান আছাদ ও শাহরিয়া হাসানকে ১টি করে বাইসাইকেল এবং মো: এনামুল হক ও মো: জুসেফ আহমদকে বিশেষ পুরস্কার ১টি করে পাঞ্জাবী প্রদান করা হয়।



সিলেটভিউ২৪ডটকম/এমএএল/এসডি-১৪

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.