Sylhet View 24 PRINT

জুড়ীতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৭ ১৫:৫৮:১৪

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী পালন করে।

৬ মার্চ দিনব্যাপি উপজেলা শিল্পকলা একাডেমি, বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ঐতিহাসিক ৭ মার্চ’ সংশ্লিষ্ট ভাষণ, আবৃত্তি, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্টিত হয়।

৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

পরে বের করা হয় ‘জয় বাংলা সাইকেল শোভাযাত্রা’। ১১টায় ‘ঐতিহাসিক ৭ মার্চ’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম-এর সভাপতিত্বে অনুুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুুক্তিযোদ্ধা বদরুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/এমএএল/এসডি-২

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.