Sylhet View 24 PRINT

রাজনগরে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-০৯ ১৮:৫৩:২২

রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২১-এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

রাজনগর এলএসডি গুদামে আয়োজিত ধান সংগ্রহ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পাল, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম, রাজনগর থানার ওসি মো. আবুল হাসিম, ইউপি চেয়ারম্যান মিলন বখত, নজমুল হক সেলিম, সালেক মিয়া, নকুল চন্দ্র দাশ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুন নুর, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আকলু মিয়া চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা। পরে সংসদ সদস্য নেছার আহমদ ফিতা কেটে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল বলেন, ‘সরকার চলতি বোরো মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়ন থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে মোট ১ হাজার ৪৯১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।’

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-৪

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.