Sylhet View 24 PRINT

বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-২৯ ২০:১৪:০৬

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে দুই জমজ বোনের একজন মারা গেছে। অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ মে) দুপুরে উপজেলার গজভাগ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মিলি বেগম (৩) আর আহত শাম্মী বেগম (৩) উপজেলার গজভাগ গ্রামের ফারুক আহমদের মেয়ে।

পরিবার ও স্থানীয়দের ধারণা, প্রচণ্ড গরমে তারা হয়তো পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।

দুই জমজ শিশুর চাচাতো ভাই মারুফ আহমদ ঘটনা নিশ্চিত করে শনিবার বিকেলে জানান, দুপুরে বাড়ির সকলের অগোচরে মিলি বেগম ও শাম্মী বেগম বাড়ির পাশে পুকুরঘাটে যায়। প্রচন্ড গরমে হয়তো তারা গোসল করতে পানিতে নামে। এরই মধ্যে বাবা-মা তাদেরকে খোঁজতে শুরু করেন। পরে পানিতে ডুবু ডুবু অবস্থায় আহত শাম্মী বেগমকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। মিলি বেগমকে কোথাও না পেয়ে পরে পুকুরে নেমে তার লাশ উদ্ধার করা হয়েছে।



সিলেটভিউ২৪ডটকম/এজেএল/এসডি-২৩

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.