Sylhet View 24 PRINT

বড়লেখায় মাতৃ মৃত্যুর হার কমেছে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-২৯ ২০:১৫:৫৭

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় গতবছরের তুলনায় এবার মাতৃমৃত্যুর হার কমেছে। ২০২০ সালে প্রসবের সময় ৮ জন নারীর মৃত্যু ঘটেছে। তদের চারজনই ছিলেন চা শ্রমিক নারী। আর এবছর মাত্র একজন প্রসূতির মৃত্যু হয়েছে। যা গত বছরের তুলনায় শতকরা ৮৭.৫০ ভাগ।

মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীদের দায়িত্বশীল ভূমিকা, গর্ভবতী ও প্রসূতিসহ তাদের পরিবার প্রধানদের প্রাতিষ্ঠানিক চিকিৎসা ও ডেলিভারীর ব্যাপারে সচেতনতা সৃষ্টির কারণে মাতৃমৃত্যুর হার কমেছে।

নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে শনিবার (২৯ মে)  দুপুরে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক সভায় এসব তথ্য জানানো হয়।

এনজিও সংস্থ্যা পিএইচডি’র সার্বিক সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আলোচনা সভার আয়োজন করেছে।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস বড়লেখায় মাতৃ মৃত্যুর হার আগামীতে শূন্যের কোটায় নামিয়ে আনতে সংশ্লিষ্টদের সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

ইপিআই টেকনিশিয়ান শৈলেশ চন্দ্র নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যানেসথেশিষ্ট ডা. রামেন্দ্র সিংহ, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাংবাদিক আব্দুর রব, স্বাস্থ্য সহকারী মাসুক আহমদ, রিমা রানী দেব, এনজিও কর্মী নুরুল ইসলাম সবুজ প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/এজেএল/এসডি-২৪

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.