Sylhet View 24 PRINT

কমলগঞ্জে বৃষ্টির জন্য খোলা মাঠে কান্নার রোল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-৩০ ১৯:৩৩:৪০

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে অসহ্য গরম আর অসহনীয় তাপদাহে পুড়ছে। দেশজুড়ে চলছে বৃষ্টির জন্য হাহাকার। প্রচন্ড গরম-তাপদাহে হাপিয়ে উঠেছে জনজীবন।

বৃষ্টির জন্য রবিবার (৩০ মে) সকাল ১১ টায় মুন্সীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সালাতুল ইস্তিস্কা নামাজ ও দোয়া মোনাজাতে কান্নার রোল।

কখন ঝরবে এই রহমতের ঝর্ণাধারা? কবে দূরীভূত হবে এই তাপদাহ? অনাবৃষ্টির কারনে বর্তমানে বিভিন্ন ফসলাদী, পশুপাখি ও মানবজীবন হুমকির সম্মুখীন। নামাজের ইমামতি করেন মুন্সীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাও: জয়নাল আবেদীন।

এ সময় উপস্থিত ছিলেন- মুন্সীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সিপার আহমেদ তরফদার, নাহিদ আহমদ তরফদার, সৈয়দ রুহুল আমিন, হেলাল আহমেদ তরফদার, গোলাম কিবরিয়া হিমেল, ইব্রাহিম আহমেদ সুমন, হাফিজ মোস্তাক আহমসহ শত শত মুসল্লী।

নামাজ শেষে মোনাজাতে কান্নার রোল, আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠেছে।


সিলেটভিউ২৪ডটকম/জেডএ/এসডি-২২

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.