Sylhet View 24 PRINT

আমি উত্তর দিতে পারছিলাম না!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৪ ০০:৫৫:৪১

ইফতেখায়রুল ইসলাম :: প্রতিবছর সুবিধা বঞ্চিত এই ছোট্ট ফেরেশতাগুলোর জন্য একটা দিন আসে; যার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষায় থাকে! এই ছোট্ট শিশুদের আগে যেখানে কেউ খোঁজ নিত না সেখানে তারা লেখাপড়া তো করছেই, পাশাপাশি দেশের গান, ছড়া, আবৃত্তি, নাচ ও ইংরেজি গানও করছে। বিস্ময়ে অভিভূত আমি।

এরই মাঝে ছোট্ট এক ছেলে আমাকে প্রশ্ন করলো, স্যার আপনিও কি আমাদের মত জায়গা থেকে উঠে বড় অফিসার হয়েছেন?! আমি উত্তর দিতে পারছিলাম না!
তারপর সত্যিটাই বললাম। ছেলেটার প্রশ্নের পেছনে কারণ হলো, সে নিজেও পুলিশ হতে চায়!

যেই ছেলেটি অ,আ, ক,খ কী তাই জানতো না, সে আজ কত দূর পর্যন্ত স্বপ্ন দেখছে। এই বীজটি তাদের মননে, মগজে বুনে দিচ্ছে/দিয়েছে 'মজার ইশকুল'!

আরিয়ান, শাকিল, জাকিয়াসহ তোমরা যারা আছো- তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ যে তোমরা আমাকে তোমাদের প্রতিষ্ঠানের বাইরে মনে করো না। বিশ্বাস করো আমি মজার ইশকুল-কে অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছি। তোমরা এগিয়ে যাও, মজার ইশকুল এগিয়ে যাক, আমি এবং আমরা পাশেই আছি। ইনশাআল্লাহ...।

লেখক: সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন)
(ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.