আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

এবাদুর রহমান... হাকালু‌কি পা‌রে রাজনী‌তি‌র নায়‌কের নাম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০৭ ১২:২২:৩৬

মুনজের আহমদ চৌধুরী:: এবাদুর রহমান চৌধুরী। ‌লি‌লিপু‌টের গড় বি‌বে‌কের উচ্চতার দে‌শে ছ'ফুট উচ্চতার মানুষ‌টি‌কে দেশবাসী জা‌নেন একজন প্রাজ্ঞ রাজনী‌তিক হি‌সে‌বে। দুর্নী‌তি,স্বজনপ্রী‌তির বাহিরে দা‌ড়ি‌য়ে ষাট বছর রাজনী‌তি ক‌রে‌ছেন।

আশির দশ‌কে প্রকা‌শিত সাপ্তা‌হিক জনদূত সম্পাদক। একজন ক‌বি। ‌সি‌লেট বিভাগ আন্দোল‌নের অন্যতম রূপকার। কমলগ‌ঞ্জে সমাজপ‌তি‌দের ছু‌ড়ে মারা পাথ‌রে খুন হওয়া উ‌নিশ শত‌কের আলোচিত নুরজাহান হত্যা মামলার প্রধ‌ান কৌশলী এই অসাম্প্রদা‌য়িক মানুষটি।

সুপ্রীম কো‌র্টের ব‌রেন্য আইনজী‌বি হি‌সে‌বে বর্নাঢ্য ক্যা‌রিয়ারও চাপা প‌ড়ে গে‌ছে রাজনী‌তির অর্জ‌নে। ‌নৌকার দুর্গ বড়‌লেখা থে‌কে চার বার নৌকার বিরু‌দ্ধে ল‌ড়ে এম‌পি হবার রেকর্ড আপনারই। মন্ত্রীর মর্যাদায় জেলা প‌রিষ‌দের চেয়‌ারম্যান ছি‌লেন। মন্ত্রীসভায় নিজ যোগ্যতায় জায়গা ক‌রে‌ছি‌লেন। ৬৯ এর গনঅভ্যুত্থা‌নে ঢাকার রাজপ‌থে নেতৃত্ব দি‌য়ে‌ছেন। ‌তা‌কেঁ বাদ দিয়ে দি‌য়ে কখ‌নো বৃহত্তর সি‌লে‌টের রাজনী‌তির ইতিহাস লেখা যা‌বে না। ব্যা‌ক্তিজীব‌নে যি‌নি একজন রু‌চিবান, সৎ ও নি‌র্লোভ মানুষ। ন‌ন্দিত বক্তা।

দল-মতের উর্দ্ধে বড়‌লেখা-জুড়ীবাসীর শ্রদ্ধার জায়গাটুকু আপনার অবর্তমা‌নে বহুকাল হয়ত শুন্যই থা‌কবে। ভো‌টের রাজনী‌তি‌তে না থাক‌লেও আপ‌নি থাক‌বেন লা‌খো মানু‌ষের অন্তরে ভালবাসায়। আপনার প্র‌তি এ ভালবাসা বড়‌লেখা-জুড়ীবাসীর একজন দ্যার্থহীন অভিাব‌কের প্র‌তি, আবেগের,মম‌ত্বের জায়গা থে‌কে। হাকালু‌কিপা‌রে উন্নয়নের রাজনী‌তি, শিক্ষা বিস্তা‌রে আপনার ঐকা‌ন্তিক প্রয়াস বহুকাল খুব সাধারন মানু‌ষের বু‌কের ঘ‌রে ভালবাসার অক্ষ‌রে ‌লেখা র‌বে। আরো অন্তত কিছুকাল সুস্থ
শরী‌রে বে‌চেঁ থাকুন এই কামনা।

‌আপ‌নি এবার শারী‌রিক কার‌নে নির্বাচন না করবার ঘোষনা দি‌য়ে‌ছেন। আপনার না‌মে চলা ফেসবুক পেইজ থে‌কে এ খবর‌টি জানতে পা‌রেন শুক্রবার ভো‌রে এলাকার মানুষ। ক‌য়েক ঘন্টায় বড়‌লেখা-জুড়ীবাসীসহ প্রবা‌সেও আপনার হাজা‌রো অনুসারী আর সমর্থক‌দের ম‌ধ্যে মুহু‌র্তে নে‌মে আসে নীরবতা।

বড়‌লেখা থে‌কে সাংবা‌দিকরাও জানা‌লেন, আপনার এ ঘোষনায় অন‌ুসারী‌রা এমন‌কি সাধারন মানুষও কাঁদ‌ছেন। আমি উনার পেজ‌টি‌তে ঢু‌কে লিংক‌টির নী‌চে কমেন্টগু‌লো প‌ড়ি। এবং নতুন ক‌রে জা‌নি, এ জনপ‌দে এবাদুর রহমান চৌধুরী একজনই। আমা‌দের রাজনী‌তি‌তে এখ‌নো তাঁর ম‌তো ন‌ন্দিত নেতারা আছেন, যারাঁ নির্বাচ‌নে না দাড়াঁলে এখ‌নো সাধারন মানুষ কাদেঁ। কর্মীরা অশ্রু‌সিক্ত হয়। ভো‌টের মাঠ থে‌কে আপন‌ার প্রস্থান সেটা চো‌খে আঙ্গুল দি‌য়ে দে‌খি‌য়ে গেল।

সব রাজনী‌তি‌বিদরা একটা সময় বিদায় নেন। কিন্তু, মানু‌ষের অন্ত‌রের ভালবাসার অশ্রুজয়ী ‌বিদা‌য়ের ‌সৌভাগ্য খুব কম মানু‌ষের হয়।

লেখক: প্রবাসী সংবাদিক।

সিলেটভিউ২৪ডটকম/০৭ ডিসেম্বর ২০১৮/ প্রেবি/আআ

শেয়ার করুন

আপনার মতামত দিন