আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

তাহিরপুর উপজেলার জানা-অজানা তত্ত্ব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৫ ১২:৫৪:২৯

ম শওকত আখঞ্জী :: তাহিরপুর উপজেলার পটভূমি- ভারতের মেঘালয় রাজ্যের সুবিন্যস্ত পর্বতরাজি তাহিরপুর উপজেলার এক পাশের বেষ্টনী ইতিহাস পর্যালোচনায় জানা যায়, বৃহত্তর ময়মনসিংহ জেলার গৌরিপুর জমিদারী এস্টেটের অধিনে ছিল তাহিরপুর অঞ্চল। অতিতে তাহিরপুর নামে কোন গ্রাম ছিলনা। কিছু নির্দিষ্ট  বর্ণের হিন্দুরাই এই এলাকার বাসিন্দা ছিল। জনশ্রুতি আছে যে, স্থানীয় পঞ্চায়েতের বিচারে জনৈক তাহির আলী নামক একজন মুসলমান ব্যক্তি দোষী সাব্যস্থ হন এবং নিজ এলাকা ত্যাগ করে বর্তমান নামের  তাহিরপুর উপজেলায় তাহিরপুর এলাকায় বসবাস স্থাপন করেন। কালের প্রবাহে তাহির আলীর নামেই এলাকার নাম করণ করা হয় ।

উপজেলার আয়তনঃ= ৩৩৬.৭০ বর্গকিলোমিটার, জনসংখ্যাঃ= ১,৫৫,১৯৮জন। ১নং শ্রীপুর(উঃ) ইউনিয়ন(৩৩৪৫৭ জন), ২নং শ্রীপুর(দঃ) ইউনিয়ন(১৬৬০৫জন), ৩নং বড়দল(দঃ) ইউনিয়ন(১৬৮২৭জন), ৪নং বড়দল(উঃ) ইউনিয়ন(২৫৫১৪জন), ৫নং বাদাঘাট ইউনিয়ন(৩৩৪৫৪জন), ৬নং তাহিরপুর ইউনিয়ন(১৫৩০০ জন), ৭নং বালিজুরি ইউনিয়ন(১৪০৩১জন)।

জনসংখ্যার তত্ত্ব ক্রমশ: *ঘনত্বঃ=৪৯৫জন প্রতি বর্গকিলোমিটারে, *নির্বাচনী এলাকাঃ= ২২৪ সুনামগঞ্জ -০১, * গ্রামঃ=২৪৯টি, *ইউনিয়নঃ= ০৭টি, * মৌজাঃ=১৩৬টি।

* সরকারি হাসপাতাল= ০১টি (৩১ শয্যা বিশিষ্ট), ব্রাঞ্চ কেন্দ্র ক্লিনিক: ০৪টি,  *পোষ্ট অফিস: উপজেলা পোষ্ট অফিস ০১টা, ব্রাঞ্চ অফিস ০৪টা, *হাট বাজার: ১৪টি, *ব্যাংক: ০৪টি।

*তাহিরপুর উপজেলার অন্তরগত ইউনিয়ন সমূহ: *১নং শ্রীপুর(উঃ)ইউনিয়ন, *২নং শ্রীপুর(দঃ)ইউনিয়ন, *৩নং বড়দল(দঃ)ইউনিয়ন, *৪নং বড়দল(উঃ)ইউনিয়ন, *৫নং বাদাঘাট ইউনিয়ন, *৬নং তাহিরপুর ইউনিয়ন, *৭নং বালিজুরি ইউনিয়ন।

তাহিরপুর উপজেলার নদ-নদী সমুহ: *বৌলাই নদী, *যাদুকাটা নদী, *পাটলাই, *রক্তি, *মহাশিং, *কালনি।

এক নজরে তাহিরপুর উপজেলায় শিক্ষার তত্ত্ব: *শিক্ষার হার ৭০%, *শিশু শিক্ষার হার ৯৭%, * প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর উপস্থিতির হার ১০০%, *প্রাথমিক শিক্ষা সমাপনী পাশের হার ৯৫%, * জুনিয়র সার্টিফিকেট পরিক্ষার পাশের হার ৯২%, *এস.এস.সি পাশের হার ৯০%, * এইচ এস সি পাশের হার ৫৫%।

ইউনিয়ন ভিত্তিক শিক্ষার হার: ১নং শ্রীপুর(উঃ) ইউনিয়ন(৩৪.০৫%), ২নং শ্রীপুর(দঃ) ইউনিয়ন(৩৪.৩৩%), ৩নং বড়দল(দঃ) ইউনিয়ন(৩৩.৬০%), ৪নং বড়দল(উঃ) ইউনিয়ন(২০.৯৩%), ৫নং বাদাঘাট ইউনিয়ন(২৯.৭৬%), ৬নং তাহিরপুর ইউনিয়ন(৩৩.৮১%), ৭নং বালিজুরী ইউনিয়ন(৩৬.২৪%)।

তাহিরপুর উপজেলা অন্তর্ভুক্ত ভেতরে বিভিন্ন বাজারের নাম: তাহিরপুর বাজার, কাউকান্দি বাজার, বালিজুরী বাজার, বীরেন্দ্রনগর বাজার, কলাগাঁও বাজার, বাদাঘাট বাজার, আনোয়ারপুর বাজার,  লাউড়ের গড় বাজার, বালিয়াঘাট নতুন বাজার, সুলেমানপুর বাজার।

তাহিরপুর উপজেলার উল্লেখযোগ্য বিভিন্ন দর্শনীয় স্থান  সমুহ: ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্বীকৃতি প্রাপ্ত টাংগুয়ার হাওর, টেকেরঘাট চুনাপাথর খনি  নিলাদ্রী লেক, বারিক্কা টিলা, যাদুকাটা নদী, লাউয়ের রাজধানীর হাওলি রাজ বাড়ি।

তাহিরপুরের স্মরণীয় উল্লেখ যোগ্য ব্যক্তিগণ যারা: অদ্ধৈতাচার্য ( অদ্ধৈতাচার্য বৈশ্নব ধর্মের প্রচারক শ্রী চৈতন্য এবং মিথিলার কবি বিদ্যপতির ঘনিষ্ট সহচর ছিলেন), ঈশান নাগর (তিনি অদ্ধৈতাচার্য পূর্ণাঙ্গ ও প্রামাণ্য জীবন চরিত অদ্ধৈত প্রকাশনা রচনা করেন), সঞ্জয় লাউড়( পঞ্চাদশ শতকের কবি  তিনি সংস্কৃত ভাষায় রচিত মহাভারতকে বাংলায় প্রথম অনুবাদ করেন), মকবুল হোসেন চৌধুরী (তিনি সিলেট তথা আসামের মুসলিম সাংবাদিকতার আদিপুরুষ হিসাবে খ্যাতি লাভ করেন।১৯৩৭ সালের আসাম ব্যবস্থাপক পরিষদের নির্বাচনে মুসলিমলীগের প্রার্থী হিসাবে তাহিরপুর, ধর্মপাশা,শাল্লা নির্বাচনী এলাকা থেকে এম এল এ নির্বাচিত হন), অধ্যাপক শাহেদ আলী ( ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদের নির্বাচনে খেলাফতে রব্বানী পার্টির প্রার্থী  হিসাবে তিনি যুক্তফ্রন্ট ও মুসলিমলীগ প্রার্থীকে পরাজিত করে পূর্ব পাকিস্তান আইনসভার সদস্য নির্বাচিত হন,উনি একজন  কথাসাহিত্যিক) , আব্দুজ জুহুর(তিনি সুনামগঞ্জ জেলার সর্বজন  শ্রদ্ধেয় রাজনীতিবিদ সাবেক তিন বারের এমপি)।


লেখক : উন্নয়নকর্মী ও কলামিস্ট।

শেয়ার করুন

আপনার মতামত দিন