Sylhet View 24 PRINT

মানবিক কারণে চিকিৎসা দেওয়া অব্যাহত রাখতে হবে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৪ ১৬:০৫:১৫

অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ :: গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, কভিড-১৯ করোনাভাইরাসে সংক্রমণের ভয়ে দেশে কোনো কোনো চিকিৎসক রোগীদের সেবা দিচ্ছেন না। কেউ কেউ তাদের চেম্বারে যাওয়াও বন্ধ করে দিয়েছেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সর্দি-কাঁশি হলেই করোনাভাইরাস নয়। করোনা ছাড়াও দেশে অন্যান্য রোগে আক্রান্ত অনেক রোগী আছে। সংক্রামক ব্যাধি নয়, যেমন উচ্চ রক্তচাপ, হার্টের রোগী, ডায়াবেটিস, অন্যান্য জ্বরের রোগীও আছেন। চিকিৎসকরা যদি রোগী দেখা বন্ধ করে দেন তাহলে তারা যাবে কোথায়? অনেক রোগী চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন চিকিৎসা পাওয়ার আশায়। এদিকে, বিভিন্ন হাসপাতাল দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সাধারণ রোগী ভর্তি নিতেও অনাগ্রহ প্রকাশ করছে। ফলে চিকিৎসার অভাবে রোগী মারা যাওয়ার ঘটনাও ঘটছে। সম্প্রতি সংবাদমাধ্যমেও এ রকম খবর প্রকাশিত হয়েছে। রোগীকে সেবা না দেওয়ার এ মানসিকতা থেকে আমাদের চিকিৎসকদের বের হয়ে আসা উচিত। চিকিৎসকদের অনুরোধ করবো, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করে অবশ্যই রোগী দেখা শুরু করা উচিত। এটা মানবিক কারণে খুব প্রয়োজন। নাহলে বিপদে পড়া এসব মানুষ যাবে কোথায়? তাদের তো চিকিৎসকের স্মরণাপন্নই হতে হবে। চিকিৎসকদের এ বিষয়টাও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

লেখক: প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

সিলেটভিউ২৪ডটকম/৪ এপ্রিল ২০২০/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.