সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-২৭ ০৩:৫২:৫৩
মো: জহিরুল ইসলাম (অচিনপুরী ) :: ভিন দেশের দুর্দশা দেখে তীর্যক মন্তব্য করা বাদ দিই। নিজের চরকায় তেল দিই। নিজেরা এমন আহামরি আধ্যাত্মিক শক্তি অর্জন করি নাই যে আল্লাহ পাক তাঁর রহমতের ছায়ায় আমাদের ঢেকে রাখবেন। এমন আহামরি স্বাস্থ্য সচেতন জাতি হই নাই যে করোনা আমাদের ছুঁতে পারবে না।
বরং আসুন তওবা করি। এই মুহূর্তে তওবা হচ্ছেঃ
★ আল্লাহর নাফরমানি করবো না
★ নেহায়েত জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহির হবো না, ঈদের শপিং অবশ্যই বর্জন করবো। সমাবেশ, জটলা বেধে আড্ডা দেবো না।
★ অবশ্যই মাস্ক ছাড়া ঘরের বাহির হবো না
চলুন শপিং এর টাকা দিয়ে দরিদ্র মানুষ খোঁজে খোঁজে সাহায্য করি।
বেঁচে থাকলে ঈদ হবে, বেঁচে থাকলে আনন্দ ফুর্তি হবে। এখন সবাই মিলে বেঁচে থাকার যুদ্ধে শামিল হই।
(ফেসবুক থেকে সংগৃহীত)