Sylhet View 24 PRINT

দোয়ারাবাজা‌রে বে‌ড়িবাঁধ ভে‌ঙ্গে ক‌য়েক গ্রাম প্লা‌বিত ‌

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১৪ ২৩:৫১:২৫

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজা‌র উপ‌জেলার বোগলাবাজার ইউ‌নিয়‌নের চিলাই নদীর বে‌ড়িবাঁধ ভে‌ঙ্গে ক্যাম্পেরঘাট, বোগলা, আন্দাইরগাও, বালিছড়া, ‌সোনাচরা, তেরাকুরি, রামনগর গ্রাম প্লাবিত হয়ে ৩০০ একর আউশ ফসল তলিয়েছে।

বন্যার পা‌নি‌তে ত‌লি‌য়ে গি‌য়ে এলাকার ছোট বড় পুকুরের মাছ এবং সবজি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বুধবার অব্যাহত ভারী বর্ষ‌ণে পাহাড়ীঢ‌লে বোগলাবাজার ইউনিয়নে দক্ষিন ক্যাম্পেরঘাট খুদিনেওয়াজের বাড়ির নিকটবর্তী বে‌ড়িবাঁধ ভে‌ঙ্গে দুই পা‌ড়ের ক‌য়েক‌টি গ্রাম প্লা‌বিত হয়।

বৃহস্পতিবার বন্যার পা‌নি আ‌রো বৃ‌দ্ধি পাওয়ায় বেশ ক‌য়েক‌টি গ্রা‌মের মানুষ পা‌নিব‌ন্দি অবস্থায় মান‌বেতর জীবন যাপন কর‌তে দেখা গে‌ছে।

বৃহষ্প‌তিবার দুপু‌রে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ স‌রেজ‌মিন ভাঙন কব‌লিত এলাকা প‌রিদর্শন ক‌রে‌ছেন।

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ ব‌লে‌ছেন, বে‌ড়িবাঁধ ভাঙ্গন কব‌লিত এলাকা প‌রিদর্শন ক‌রে‌ছি। বে‌ড়িবাঁধ নির্মা‌ণে অ‌নিয়‌মের বিষয়‌টি খ‌তি‌য়ে দেখা হ‌চ্ছে।

সিলেটভিউ২৪ডটকম/১৪ জুন ২০১৮/এমএ/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.