Sylhet View 24 PRINT

দিরাইয়ে প্রতিনিধি সম্মেলনে সফলতার মধ্যদিয়েই পরিবর্তন সাধিত হবে: শামসুল ইসলাম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-০৭ ০১:২০:৩৪

সিলেট :: ৮ অক্টোবর দিরাইয়ে তৃণমূল আওয়ামীলীগের প্রতিনিধি সম্মেলন সফল করার লক্ষ্যে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। শনিবার সকাল ১০ টায় উপজেলার রাজানগর ইউনিয়নের কাইমা মধুপুর, দুপুর ২ টায় জগদল ইউনিয়নের হোসেনপুর বাজার, বিকাল ৪ টায় নগদীপুর বাজার, সন্ধ্যায় ধল বাজারে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামীলীগ নেতা আকামত আলীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সুজন মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য, সিলেট ল কলেজের সাবেক ভিপি দিরাই শাল্লায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট শামসুল ইসলাম, যুক্তরাজ্য শ্রমিক লীগের কার্যকরী সভাপতি সামছুল হক চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রম-বিষয়ক সম্পাদক আজাদুর রহমান রতন, উপ-প্রচার সম্পাদক হুমায়ুন রশিদ লাভলু, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ, জেলা যুবলীগ নেতা বিনিয়ামিন রাসেল, আওয়ামীলীগ নেতা শেখ জাহাঙ্গীর মিয়া, ধল পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বজলু মিয়া, জগদল ইউনিয়ন যুবলীগের সভাপতি সালাউদ্দীন সেলিম, যুবলীগ নেতা পাবেল, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় শামসুল ইসলাম বলেন- জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সেই তুলনায় দিরাই শাল্লা অনেকটা পিছিয়ে থাকায় দিরাই শাল্লাবাসী নেতৃত্বের পরিবর্তন চায়, দিরাই শাল্লার আওয়ামীলীগ গুটিকয়েক দুর্নীতিবাজদের কবলে তাদের কাছ থেকে আওয়ামীলীগ কে মুক্ত করতে তৃণমূল আওয়ামীলীগ আজ ঐক্যবদ্ধ। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দিরাই শাল্লায় নৌকার বিজয় নিশ্চিত করতে তৃণমূল আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হয়ে আগামী ৮ অক্টোবর দিরাই বাগানবাড়ি সেন্টারে পরিবর্তনের ডাকে প্রতিনিধি সম্মেলনের ডাক দিয়েছে, প্রতিনিধি সম্মেলনের সফলতার মধ্যদিয়েই দিরাই শাল্লায় নৌকার মাঝির পরিবর্তন সাধিত হবে।

অপর দিকে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য আলতাব উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা মকসুদ আলমের পরিচালনায় তাড়ল ইউনিয়নের টেলিফোন বাজারে সম্মেলন সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেটভিউ২৪ডটকম/০৭ অক্টোবর ২০১৮/প্রেবি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.