Sylhet View 24 PRINT

ছাতকে শত্রুতা মেটাতে ১ একর সবজি বাগান ধ্বংস!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-০৯ ২১:১৪:১৩

ছাতক প্রতিনিধি :: ছাতকে শত্রুতা মেটাতে কৃষকের ১ একর ৫ শতক জমিতে রোপন করা সবজি বাগান ধ্বংসের অভিযোগ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার রাতের আধাঁরে দুর্বৃত্তরা সবজী বাগানে রোপনকৃত বাঁধাকপি ও টমেটোর গাছ কেটে ও উপড়ে ফেলে দেয়।

ঘটনাটি ঘটেছে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের মাঠে।

দেবেরগাঁও গ্রামের চার কৃষক মিলে এ সবজি বাগানটি করেছিল।

এ ব্যাপারে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে শুক্রবার লিখিত অভিযোগ দেয়া হলে তদন্ত কেন্দ্রের এএসআই আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন।

গ্রামের কৃষক ইসকন্দর আলী, আরশ আলী, শরীয়ত আলী ও গোলাপ শাহ জানান, বাগানে ব্যবসায়িক উদ্দেশ্যে বাঁধাকপি ও টমেটোর চাষ করেছিলেন তারা। সময়মত সঠিক পরিচর্যা করায় বাগানে আশানুরূপ ফলনও হয়েছে। কিন্তু শত্রুতার কারনে রাতের আধারে বিশাল বাগানের সব গাছ কেটে ও উপড়ে বাগান ধ্বংস করা হয়েছে। এতে তাদের ক্ষতি হয়েছে প্রায় ৮-১০ লক্ষ টাকা।

জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক নির্মল দেব জানান, এব্ যাপারে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

সিলেটভিউ/৯ নভেম্বর ২০১৮/এমএ/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.