আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

সুনামগঞ্জে ধানের শীষ নিয়ে লড়তে চান দুই যুক্তরাজ্য প্রবাসী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৭ ০০:৪২:৫২

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দুটি আসন থেকে ধনের শীষ নিয়ে লড়তে চান যুক্তরাজ্য বিএনপি দুই নেতা। তাদের পক্ষে দলীয় মনোনয়ন সংগ্রহ করে মনোয়ন বোর্ডের কাছে জমা দেওয়া হয়েছে। দুই মনোনয়নপ্রত্যাশী হলেন সুনামগঞ্জ-৪ আসনে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি গোলাম রব্বানী সোহেল ও সুনামগঞ্জ-২ আসনে যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ।

গোলাম রব্বানী সোহেল আশির দশকে সুনামগঞ্জে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে বিএনপির রাজনীতি আসেন সোহেল। সিলেট সরকারি কলেজ ছাত্রদলেরও দায়িত্বশীল পদে ছিলেন তিনি। ১৯৯৩ সালে যুক্তরাজ্য বিএনপি গঠনের সময় থেকে প্রবাসে সক্রিয় আছেন বিএনপির রাজনীতিতে। বর্তমানে যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি দায়িত্ব আছেন। এছাড়া বাংলাদেশ ক্যাটারিং এসোসিয়েশন যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি পদে আছেন তিনি। ব্যক্তিগত তহবিল থেকে এলাকার মেধাবী গরীব শিক্ষার্থীদের সহায়তা করে বিভিন্ন সময়। চলমান সরকারি বিরোধী আন্দোলনে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে ইউরোপের ১৫টি দেশ সফর করেছেন প্রবাসী এই বিএনপি নেতা।
   
এদিকে, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদের পক্ষে দলীয় মনোনয়ন ক্রয় করেছেন জেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন।

জাবেদ জেলার দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামের সমাজসেবী আলতাফ হোসেন চৌধুরীর পুত্র। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রদলের মাধ্যমে বিএনপির রাজনীতিতে যোগ দেন। দিরাই থানা ছাত্রদলের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। এছাড়া, সামাজিক সংগঠক হিসেবেও তিনি কাজ করেছেন। দিরাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। এই সংগঠনের মাধ্যমে গরীব রোগীদের চোখের চিকিৎসার পাশাপাশি নানা সময় মানবিক সহায়তা প্রদান করেছেন। দায়িত্ব পালন করেছেন দিরাই ছাত্রকল্যাণ পরিষদ, সিলেট এর সভাপতি হিসেবেও।

সিলেটভিউ২৪ডটকম/১৭ নভেম্বর ২০১৮/এসএনএ/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী