Sylhet View 24 PRINT

দক্ষিণ সুনামগঞ্জে চালকের গাফিলতিতে বাস খাদে, আহত ২৫

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৮ ২১:০৩:২১

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাস দুর্ঘটনায় ২৫ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, রবিবার দুপুর আড়াইটার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রস্তাবিত টেক্সটাইল ইনস্টিটিউটের সম্মুখে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২৫ যাত্রী আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে জগন্নাথপুরগামী বাসটির চালক মোবাইল ফোনে কথা বলা অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।

আহতরা হলেন-দিরাই উপজেলার রফিনগর গ্রামের মফিজ মিয়ার ছেলে আতাবুর রহমান (২৫), হরিনাপাটি গ্রামের সৈয়দ উল্লাহের ছেলে ইউনুছ আলী (৬৫), দক্ষিণ সুনামগঞ্জের জাহানপুর গ্রামের আবুল মিয়ার ছেলে সালেক মিয়া (৬৫), একই গ্রামের আলকাছ আলী ছেলে ইকবাইল হোসেন (৩০), সুনামগঞ্জ সদর উপজেলার পন্দিয়া গ্রামের মৃত মৌলাবক্সের ছেলে ইকবাল হোসেন(৪০), একই গ্রামের মৌলাক্স এর মেয়ে সৈয়দুন নেছা(৪০), জামালগঞ্জ উপজেলার সামনগর গ্রামের তাহিদ উল্লাহের ছেলে আব্দুল রহমান(৫০) সহ ২৫ জন।

তাৎক্ষণিকভাবে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রুনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সিলেটভিউ/১৮ নভেম্বর ২০১৮/এসকে/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.